আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের সঙ্গে বিকাশভবনে বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়
জানা গিয়েছে, সেখানেই আন্দোলনকারীদের সমস্ত কথা শুনবেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসলেন শিক্ষামন্ত্রী। বুধবার বিকাশ ভবনে আন্দোলনকারীদের চার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, সেখানেই আন্দোলনকারীদের সমস্ত কথা শুনবেন তিনি।
উপযুক্ত বেতন কাঠামো, পূর্ণ শিক্ষকের মর্যাদা, নিয়োগের দিন থেকে প্রভিডেন্ড ফান্ডসহ একাধিক দাবিতে আন্দোলনে বসেছিলেন পার্শ্ব শিক্ষকরা। এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে সেই দাবি নিয়েও তাঁদের আলোচনা হবে। কয়েকদিন আগেই শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে চান তিনি। তারপর আজকের বৈঠকের ডাক দেওয়া হয়।
আরও পড়ুন: 'হরিচাঁদ-গুরুচাদ মতুয়া না,' ধরনায় মমতা বালার অনুপস্থিতিতে বিস্ফোরক জ্যোতিপ্রিয়