Bolpur: প্রসবের পর 'জটিলতা'-র জেরে মৃত্যু প্রসূতির! তোলপাড় বোলপুর হাসপাতালে
হাসপাতাল ককর্তৃপক্ষের দাবি, চিকিত্সায় গাফিলতি হয়নি। গোটা বিষয়টির তদন্ত হচ্ছে
নিজস্ব প্রতিবেদন: সন্তান প্রসবের পরও ছুটিও দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তার পরই শুরু হয় জটিলতা ও মৃত্যু। প্রসূতির মৃত্যুকে ঘিরে তুলকালাম বোলপুর মহকুমা হাসপাতাল। আত্মীদের অভিযোগ, চিকিত্সায় গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে ওই গৃহবধূর।
আরও পড়ুন-Jalpaiguri: আচমকাই ধুম জ্বর-পেটখারাপ, জেলা সদর হাসপাতালে ভর্তি ১২১ শিশু
দিন দশেক আগে প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন আগমনী হাজরা(২৫) নামে এক গৃহবধূ। নানুর থানার বড় সাঁওতা গ্রামের ওই গহবধূ সন্তান প্রসবের পর ছুটি নিয়ে বাড়ি চলেও যান। পরিবারের অভিযোগ, ছুটি নিয়ে বাড়ি ফেরার পর থেকেই তাঁর শরীর খারাপ হতে থাকে।
আরও পড়ুন- 'বাড়ি যান, সোমবার আউটডোরে দেখান', অসুস্থ শিশুকে নিয়ে NRS-এ রাত কাটালেন মা-বাবা
রোগীর আত্মীয়দের দাবি, অস্ত্রোপচার করে প্রসব হওয়ার সময় সঠিক পদ্ধতি অবলম্বন করা হয়নি। এর ফলেই বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। পেটে প্রবল ব্যথা হওয়ায় হলে শনিবার তাঁকে ফের ভর্তি করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। শেষপর্যন্ত এদিন রাত তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুর কারণ চিকিত্সায় গাফিলতি।
এদিকে, এনিয়ে হাসপাতাল ককর্তৃপক্ষের দাবি, চিকিত্সায় গাফিলতি হয়নি। গোটা বিষয়টির তদন্ত হচ্ছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)