Mal Bazar: বহুবার বলেও তৈরি হয়নি রাস্তা, ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের

এলাকার বাসিন্দারা বলেন, দীর্ঘ বহু বছর থেকেই এলাকার একমাত্র যাতায়াতের রাস্তাটি পাকা করার কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তাদের কাছে তাদের দাবির কথা জানিয়েও কোনও কাজ হয়নি। বিভিন্ন এলাকার রাস্তাঘাট পাকা হচ্ছে। অথচ তারা প্রত্যন্ত এলাকায় থাকেন বলেই তাদের অবহেলা করা হচ্ছে কিনা সেই প্রশ্ন তোলেন তাঁরা।

Updated By: Feb 22, 2023, 09:43 AM IST
Mal Bazar: বহুবার বলেও তৈরি হয়নি রাস্তা, ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের
নিজস্ব চিত্র

অরূপ বসাক: গ্রামে রাস্তাঘাট, নিকাশি নালা বেহাল। সমস্যা পানিয় জলের, তাই ভোট বয়কটের ডাক গ্রামের মানুষের। পঞ্চায়েত ভোটের আগে 'নো রোড, নো ভোটের' স্লোগান তুলে বিক্ষোভে সামিল চা বাগানের শ্রমিক ও জনগণ। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ৪ নং লাইনে এই বিক্ষোভ দেখানো হয়। জানা যায়, কিলকোট চা বাগানের প্রজা লাইন, ৪ নং লাইনের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পরে রয়েছে। পাশাপাশি নিকাশি নালারও বেহাল দশা। পানীয় জল পরিষেবাও পাচ্ছেনা জনগণ।

দীর্ঘ কয়েক বছর আগে ওই রাস্তায় বালি পড়লেও তারপর থেকে আর রাস্তা সংস্কার করা হয়নি। বর্তমানে ওই রাস্তাটি কাঁচা অবস্থায় পড়ে আছে। বড়ো বড়ো বোল্ডার পরে আছে রাস্তায়। এলাকার একমাত্র ওই রাস্তাটি দিয়ে রোজ কয়েক হাজার মানুষ সহ স্কুল ও কলেজ পড়ুয়ারা যাতায়াত করে। রাস্তার বেহাল দশার ফলে সকলেরেই যাতায়াতের সমস্যা হয়। বর্ষায় কাদার জন্য রাস্তা দিয়ে চলা মুশকিল হয়ে পড়ে।

ভোটের আগে ওই এলাকায় নেতারা গিয়ে রাস্তা পাকা করার আশ্বাস দিলেও ভোট পার হলেই আর কারোর দেখা পাওয়া যায়না বলে গ্রামের মানুষের অভিযোগ। এলাকায় আসেনা প্রশাসনিক কর্তারাও এমন অভিযোগও করেছেন তাঁরা। পঞ্চায়েত ভোটের আগে রাস্তা পাকা না করা হলে ওই সমস্ত এলাকার জনগণ এবার ভোট বয়কট করবে বলে হুমকি দেন।

আরও পড়ুন: Jalpaiguri । Mid Day Meal: সংকটে মিড ডে মিল? দায়িত্ব থেকে অব্যাহতির দাবি প্রধান শিক্ষকদের

এলাকার বাসিন্দারা বলেন, দীর্ঘ বহু বছর থেকেই এলাকার একমাত্র যাতায়াতের রাস্তাটি পাকা করার কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তাদের কাছে তাদের দাবির কথা জানিয়েও কোনও কাজ হয়নি। বিভিন্ন এলাকার রাস্তাঘাট পাকা হচ্ছে। অথচ তারা প্রত্যন্ত এলাকায় থাকেন বলেই তাদের অবহেলা করা হচ্ছে কিনা সেই প্রশ্ন তোলেন তাঁরা।

আরও পড়ুন: Kultali । Murder: প্রেমে বাধা একরত্তি, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

বাধ্য হয়েই এদিন অরাজনৈতিক ভাবে তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। ভোটের আগে রাস্তা পাকা না করা হলে তাঁরা ভোট দেবেন না বলে জানিয়েছেন। সূর্য ডোবার পরেই এলাকায় চিতাবাঘ, হাতির আগমন হয়। বর্ষায় রাস্তার উপরে কাদার জন্য পড়ুয়াদের স্কুলে যেতে সমস্যা হয়। দ্রুত রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছেন সকলই। বাগানটি মাটিয়ালি বাতাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক ভুজেল বলেন, ‘কিলকোট চা বাগানে গ্রাম পঞ্চায়েত থেকে অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। বেহাল রাস্তা সংস্কারের বিষয়ে পরিকল্পনা নেওয়া আছে’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

.