চম্পক দত্ত: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ব্লকের বান্দিপুর ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েত ও মনোহরপুর গ্ৰাম পঞ্চায়েতের মধ্যবর্তী এলাকায় শিলাবতী নদীর উপর দীর্ঘ দিন যাবৎ রয়েছে কাঠের পাটাতনে তৈরি এক সাঁকো। আশপাশের প্রায় ৩০ টি গ্ৰামের মানুষজন নিত্যদিন যাতায়াত করেন এই সাঁকো দিয়ে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Bangladesh: 'ইউনূসই বাংলাদেশে গণহত্যার মাস্টারমাইন্ড; গণহত্যা চাইনি, তাই ক্ষমতা ছেড়েছি'! আগুনে মন্তব্য হাসিনার...
কিন্তু সাঁকোটি বর্তমানে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। সাঁকোর মধ্যে তৈরি হয়েছে মরণফাঁদ। যে কোনও সময় কোনও পাটাতন সরে যেতে পারে, পা গলে যেতে পারে। ঘটে যেতে পারে দুর্ঘটনা। বহু মানুষ এই সাঁকো পারাপারের সময় সাঁকো থেকে পড়ে গিয়ে জখম হয়েছেন। সাঁকোটি সারানো হচ্ছে না কেন? কেন নতুন করে তৈরি করা হচ্ছে না?
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন যাবৎ প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি কোন সুরাহা। গ্ৰামবসীরা বলেন কিছু দিন আগেও এলাকার এক যুবক ভাঙা এই সাঁকো থেকে পড়ে গিয়েছিলেন। এখন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ওড়িশার কটকে তিনি চিকিৎসাধীন।
এই পরিস্থিতিতে আজ এলাকার কিছু মানুষ হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। ওই সাঁকোটিকে 'রাজ্য ডিয়ার লটারি'র সঙ্গে তুলনা করে এর নামকরণ তাঁরা করেন-- 'রাজ্য ডিয়ার লটারি সেতু'! পোস্টারের মাধ্যমে ডিয়ার লটারির সঙ্গে সাঁকোটিকে তুলনা করতে গিয়ে প্রথম পুরস্কারটিকে মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে, দ্বিতীয়টি আজীবন শয্যাশায়ী এবং তৃতীয় পুরস্কার বহু অর্থ ব্যয়ে কোনও রকমে বেঁচে থাকা।
আরও পড়ুন: Today's Gold Rate: ফের অনেকটা কমল সোনার দাম! বিয়ের ভরা মরসুমে এ কি লক্ষ্মীরই কৃপা? সঞ্চয়ের জন্যও এখনই ঝাঁপান...
এই অভিনব পদ্ধতি অবলম্বনে এবার কংক্রিটের ব্রিজের দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বন্যার সময়ে বেশ কয়েকবার সাঁকো এক দিকে হেলে পড়ে এবং বছরের পর বছর ধরে এই অবস্থাতেই থেকে যায়। এবার এর একটা স্থায়ী সমাধান চাইছেন এলাকার মানুষজন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)