সর্বদল বৈঠকে আমন্ত্রণের জন্য ফোন, দিলীপের কর্মসূচি শুনে মুখ্যমন্ত্রী বললেন...

হঠাত্ দিলীপের ফোনে ভেসে উঠল মমতার নম্বর, ফোন তুলতেই মুখ্যমন্ত্রী বললেন...

Reported By: অঞ্জন রায় | Edited By: Priyanka Dutta | Updated By: Jun 22, 2020, 08:26 PM IST
সর্বদল বৈঠকে আমন্ত্রণের জন্য ফোন, দিলীপের কর্মসূচি শুনে মুখ্যমন্ত্রী বললেন...

নিজস্ব প্রতিবেদন: দিলীপ ঘোষকে ফোন করে সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র ৩ মিনিটের ফোন কল। তাতেই সমস্ত কর্মসূচি বাতিল করে বৈঠকে আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সমস্যা সমাধানে বৈঠকে নিজেদের মতামত রাখবেন বলেও জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন: একাধিক ব্যবসায়ী করোনা আক্রান্ত, ঝুঁকি এড়াতে বন্ধ হল শিলিগুড়ির হংকং মার্কেট

সূত্রের খবর সোমবার বিকেল নাগাদ মুখ্য়মন্ত্রীর ফোন যায় দিলীপ ঘোষের কাছে। তবে শুরুতে বিজেপির রাজ্য সভাপতি জানান, এ দিন দলের কর্মসূচিতে মেদিনীপুরে যাওয়ার কথা রয়েছে তাঁর। উত্তরে মুখ্য়মন্ত্রী বলেন, "ওসব পরে হবে , বৈঠকে আসবেন"। এরপর মেদিনীপুরের কর্মসূচি বাতিল করেই বৈঠকে উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন দিলীপ ঘোষ। 

আরও পড়ুন: কেন্দ্রের গরিব কল্যাণ রোজগার যোজনায় বাংলার একটি জেলারও নাম নেই! মুখ্যমন্ত্রীকে খোলাচিঠি অধীরের

রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে এবার সর্বদল বৈঠকের ডাক দিয়েছে রাজ্য সরকার। বুধবার অর্থাৎ ২৪ জুন নবান্ন সভাঘরে হবে এই বৈঠক। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে উপস্থিত থাকবেন সব দলের দু-জন করে প্রতিনিধি। বৈঠকে থাকবেন বিধানসভার স্পিকারও। এর আগে ২৩ মার্চও করোনা নিয়ে সর্বদল বৈঠক হয়। 

উল্লেখ্য, সর্বদল বৈঠকে সরকারের কাজ নিয়ে নিজেদের অভাব অভিযোগ নিয়ে আলোচনা করতে চায় সিপিএম-কংগ্রেস। তবে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরকারের সঙ্গে একযোগে মুখ খুলতে তৈরি কংগ্রেস।

.