Polba Fraud: ক্যাশব্যাকের নামে প্রতারণা, ৯৫ হাজার খোয়ালেন যুবক

অভিযোগ, এরপর যুবকের ফোনে ওটিপি পাঠানো হয়। একবার ওটিপি দেওয়াতে, আটবারে মোট ৯৫ হাজার টাকা কেটে নেওয়া হয়। প্রতারিত যুবক পোলবা থানায় এবং হুগলী গ্রামীণ পুলিসের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন। 

Updated By: May 30, 2022, 11:49 PM IST
Polba Fraud: ক্যাশব্যাকের নামে প্রতারণা, ৯৫ হাজার খোয়ালেন যুবক

বিধান সরকার: ক্যাশব্যাক অফারের নামে প্রতারণা। ৯৫ হাজার টাকা প্রতারণার অভিযোগ। টাকা খোয়ালেন পোলবার যুবক। 

পোলবার কাশ্বাড়া গ্রামের যুবক হাবিব মণ্ডল। তাঁর অভিযোগ, গত শুক্রবার বিকেল ৪টে নাগাদ অপরিচিত নম্বর থেকে ফোন পান। তাঁকে আড়াই হাজার টাকা ক্যাশব্যাকের অফার দেওয়া হয়। প্রথমে রাজি না হলেও একাধিকবার ফোন করে বলা হয়, 'ফোন পে' থেকে বলছি। ক্যাশব্যাক না নিলে 'ফোন পে' বন্ধ হয়ে যাবে। 

অভিযোগ, এরপর যুবকের ফোনে ওটিপি পাঠানো হয়। একবার ওটিপি দেওয়াতে, আটবারে মোট ৯৫ হাজার টাকা কেটে নেওয়া হয়। প্রতারিত যুবক পোলবা থানায় এবং হুগলী গ্রামীণ পুলিসের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.