অটো আটকাতেই মারাত্মক কাণ্ড, আসানসোলে পুলিস ইন্সপেক্টরকে গুলি করে পালাল ৩ দুষ্কৃতী

ওই হামলার পেছনে রয়েছে জামশেদপুরের কুখ্যাত দুষ্কৃতী সোনু সিং ও তার দলবল। এমনটাই সন্দেহ করা হচ্ছে

Updated By: Dec 2, 2019, 10:01 AM IST
অটো আটকাতেই মারাত্মক কাণ্ড, আসানসোলে পুলিস ইন্সপেক্টরকে গুলি করে পালাল ৩ দুষ্কৃতী

নিজস্ব প্রতিবেদন: ফের দুষ্কৃতী তাণ্ডব আসানসোলে। খোদ পুলিস ইন্সপেক্টরকেই গুলি করে পালাল দুষ্কৃতী। গুলি লেগেছে তাঁর পাঁজরে। গুলিতে আহত এক সিভিক পুলিসও।

আরও পড়ুন-মোদী - শাহ তো নিজেরাই অনুপ্রবেশকারী, NRC নিয়ে সুর চড়িয়ে আক্রমণ অধীরের

রবিবার রাতে শহরে টহল দিচ্ছিল আসানসোল দক্ষিণ থানার পুলিস।  রাতে আসানসোল স্টেশন থেকে অটো করে যাচ্ছিল ৩ জন। সেসময় তাদের থামাবার চেষ্টা করে পুলিস। তখনই পুলিস ইন্সপেক্টর সন্দীপ পালকে গুলি করে পালিয়ে যায় তারা। মারাত্মক জখম অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সন্দীপকে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, রাতে আসানসোল স্টেশন রোডে টহল দিচ্ছিলেন সন্দীপ পাল। ওই অটোটিকে দেখেই সন্দেহ হয় তাঁর। তখনই তিনি ওই দুষ্কৃতীদের ধরতে যান।  পুলিসের হাত থেকে বাঁচতে সন্দীপকে লক্ষ করে গুলি চালিয়ে দেয় তারা। গুলি আটকে রয়েছে সন্দীপ পালের পাঁজরে। এখনও সেটির অস্ত্রপচার হয়নি। দুষ্কৃতীদের গুলি এক সিভিক পুলিসের গলার চামড়া ছুঁয়ে চলে যায়।  দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস, জিআরপি ও আরপিএফ।

আরও পড়ুন-ধীরে ধীরে নামবে পারদ, চলতি সপ্তাহে তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি

এদিকে, পুলিস সূত্রে খবর ওই হামলার পেছনে রয়েছে জামশেদপুরের কুখ্যাত দুষ্কৃতী সোনু সিং ও তার দলবল। এমনটাই সন্দেহ করা হচ্ছে। কোনও  কাজে সে আসানসোলে এসেছিল।

.