তল্লাসির নামে বাড়িতে ঢুকে তাণ্ডব, ভাঙচুরের অভিযোগ

অভিযুক্ত ধরতে গিয়ে বাড়িতে তাণ্ডবের অভিযোগ পুলিসের বিরুদ্ধে। তারকেশ্বর গয়েশপুর গ্রামের ঘটনা। গ্রামের বাসিন্দা সইদুল ও মইদুল মল্লিককে গতকাল রাতে ধরতে যায় পুলিস।

Updated By: May 6, 2017, 12:42 PM IST
তল্লাসির নামে বাড়িতে ঢুকে তাণ্ডব, ভাঙচুরের অভিযোগ

ওয়েব ডেস্ক : অভিযুক্ত ধরতে গিয়ে বাড়িতে তাণ্ডবের অভিযোগ পুলিসের বিরুদ্ধে। তারকেশ্বর গয়েশপুর গ্রামের ঘটনা। গ্রামের বাসিন্দা সইদুল ও মইদুল মল্লিককে গতকাল রাতে ধরতে যায় পুলিস।

দিনকয়েক আগেই মাছ চাষ নিয়ে নূর ইসলাম গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ বাধে এদের। সেই ঘটনাতেই ধরপাকড় শুরু করে পুলিস। অভিযুক্তদের পরিবারের অভিযোগ,তল্লাসির নামে বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়েছে পুলিস। অভিযোগ অস্বীকার করেছে পুলিস।

আরও পড়ুন, বার্নপুরের ইস্কোয় ঠিকাকর্মীর গায়ে পড়ে গেল গলানো লোহা; মৃত ২, জখম ৭

আরও পড়ুন, রাতে জলসা দেখে ফেরার পথে মহিলার শ্লীলতাহানির চেষ্টা, মারধর

.