সম্পত্তিগত বিবাদে পুলিসকর্মী ছেলেকে পিটিয়ে খুন বাবার, মদত ভাইদের

আলোচনা চলাকালীন আচমকা বাবা আকবর আলি সর্দার, দুই ভাই ফিরোজ আলি সর্দার ও সেলিম সর্দার সারুক নস্করের উপর চড়াও হয়।

Updated By: Mar 20, 2019, 02:53 PM IST
সম্পত্তিগত বিবাদে পুলিসকর্মী ছেলেকে পিটিয়ে খুন বাবার, মদত ভাইদের

নিজস্ব প্রতিবেদন : কলকাতা পুলিশের এক কর্মীকে খুনের অভিযোগ উঠল বাবা ও ভাইদের বিরুদ্ধে । এই ঘটনায় সোনারপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী। সম্পত্তিগত কারণে বিবাদের জেরে ওই পুলিস কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ।

মৃতের নাম সারুক নস্কর। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বেনিয়াবৌ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সারুক নস্কর কলকাতা পুলিশের হোমগার্ড পদে কর্মরত ছিলেন। আলিপুর জর্জ কোর্টের এক বিচারপতির দেহরক্ষীর কাজ করতেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে,  দীর্ঘদিন ধরেই সম্পত্তির কারণে পারিবারিক বিবাদ চলছিল। গতকাল রাতে ছোট ভাই আলোচনার জন্য বলেন।

আরও পড়ুন, 'ওস্তাদের মার শেষ রাতে!' প্রার্থী তালিকায় 'চমকের' ইঙ্গিত দিলীপের

অভিযোগ, আলোচনা চলাকালীন আচমকা বাবা আকবর আলি সর্দার, দুই ভাই ফিরোজ আলি সর্দার ও সেলিম সর্দার সারুক নস্করের উপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় সারুক নস্করকে। তার জেরেই মৃত্যু হয় সারুক নস্করের। হাসপাতালে নিয়ে গেলে চিকিতসকরা সারুককে মৃত বলে ঘোষণা করেন। খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। এক ভাইকে আটক করা হয়েছে।

.