আপাতত থাকতে হবে জেলেই, শঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে নতুন মামলা দায়ের করল পুলিস

গত ২৩ সেপ্টেম্বর ইসলামপুরের দাড়িভিট গ্রামে ২ ছাত্রের মৃত্যুর প্রতিবাদে এক সভায় পুলিসকে সরাসরি হুমকি দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শঙ্কর চক্রবর্তী। বলেন, পুলিসকে গাছে বেঁধে পেটান। পুলিসকে জল দেবেন না। পুলিসের সঙ্গে অসহযোগিতা করুন। 

Updated By: Sep 28, 2018, 06:22 PM IST
আপাতত থাকতে হবে জেলেই, শঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে নতুন মামলা দায়ের করল পুলিস

নিজস্ব প্রতিবেদন: উত্তর দিনাজপুরের বিজেপি সভাপতি শঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে আরও ১টি মামলা রুজু করল পুলিস। এবার তাঁর বিরুদ্ধে বিনা অনুমতিতে মিছিল করা ও পুলিসকে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। 

গত ২৩ সেপ্টেম্বর ইসলামপুরের দাড়িভিট গ্রামে ২ ছাত্রের মৃত্যুর প্রতিবাদে এক সভায় পুলিসকে সরাসরি হুমকি দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শঙ্কর চক্রবর্তী। বলেন, পুলিসকে গাছে বেঁধে পেটান। পুলিসকে জল দেবেন না। পুলিসের সঙ্গে অসহযোগিতা করুন। 

এর ৫ ঘণ্টার মধ্যে জেলারই দোমোহনা থেকে শঙ্করবাবুকে গ্রেফতার করে পুলিস। তার বিরুদ্ধে পুলিসকে হুমকি দেওয়া ছাড়াও ভাঙচুরের ধারায় মামলা করা হয়। পর দিন শঙ্কর চক্রবর্তীকে আদালতে পেশ করে পুলিস। ইসলামপুর মহকুমা আদালতে পুলিসকে হুমকি দেওয়ার মামলায় জামিন পেলেও রায়গঞ্জ সিজেএম আদালতে সম্পত্তি নষ্টের মামলায় জামিন পাননি তিনি। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান বিচারক। মেয়াদ শেষের আগেই শঙ্কর চক্রবর্তীকে নতুন মামলায় জড়াল পুলিস। যদিও বৃহস্পতিবার একটি মামলায় জামিন পেয়েছেন তিনি। 

লোকসভা নির্বাচনের আগে বড়মার 'আশীর্বাদ' নিতে ঠাকুরনগর যাচ্ছেন মমতা

জানা গিয়েছে, গত ২৯ অগাস্ট দিলীপ ঘোষের বিরুদ্ধে হামলার প্রতিবাদে রায়গঞ্জ শহরে বিনা পুলিসি অনুমতিতে মিছিল করে বিজেপি। সেই কর্মসূচিতে রায়গঞ্জের বিদ্রোহী মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুতুল দাহ করার সময় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিসকর্মীদের ধস্তাধস্তি হয়েছিল। সেই ঘটনায় শঙ্কর চক্রবর্তী জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিস। ফলে আপাতত জেল থেকে ছাড়া পাওয়ার কোনও সম্ভাবনা নেই শঙ্করবাবুর।     

.