ভরা বাজার; সামনেই থানা, এসআইকে পরপর ছুরি-কাঁচির কোপ মত্ত যুবকদের
স্থানীয় লোকজনের চেষ্টায় কোনওক্রমে রক্ষা পান তিনি। অভিযুক্ত ২ যুবককে আটক করেছে পুলিস
নিজস্ব প্রতিবেদন: ভরা বাজারে থানার সামনেই পুলিসের এসআইয়ের ওপরে হামলা চালাল ৪ মত্ত যুবক। ছুরি-কাঁচির কোপে ক্ষতবিক্ষত ওই পুলিস কর্মী। স্থানীয় যুবকদের চেষ্টায় রক্ষা পান তিনি। শনিবার কাঁথি থানার সামনে একটি পান দোকানের ঘটনা।
আরও পড়ুন-শ্রীনগর থেকে ফেরত পাঠানো হল বিরোধীদের, স্বাভাবিক পরিস্থিতি নেই, মন্তব্য রাহুলের
নিজের কাজে কাঁথি থানায় এসেছিলেন পটাশপুর থানার এসআই মদনমোহন মাইতি। কয়েকদিন আগেই কাঁথি থানা থাকে পটাশপুরে বদলি হয়েছেন তিনি। কাজ সেরে থানার সামনে একটি দোকানে গিয়েছিলেন পান খেতে। সে সময় ৪ মত্ত যুবক জোর করে দোকান থেকে সিগারেটের প্যাকেট তুলে নেন।
যুবকদের কিছু বলার আগেই তাদের একজন মদের ঘোরে টাল সামলাতে না পরে মদনবাবুর ওপরে পড়ে যান। তখনই প্রতিবাদ করেন মদনবাবু। থানায় ধরে নিয়ে যাওয়ার কথা বলেন ওই ৪ যুবককে। এতেই অগ্নিশর্মা হয়ে ওঠে তারা।
আরও পড়ুন-মিড ডে মিলে মাথাপিছু ৪ টাকা ৪৮ পয়সায় না হলে কেন্দ্রকে কেন বলেনি রাজ্য: লকেট
থানায় ধরে নিয়ে যাওয়ার কথা শুনে দোকান থেকে কাঁচি-ছুরি বের করে মদনবাবুর ওপরে হামলা চালায় মত্ত যুবকরা। ব্যাপক মারধর করা হয় ওই এসআইকে। কাঁচি চালিয়ে মদনবাবুর মাথা ও হাতের আঙ্গুল রক্তাক্ত করে ছাড়ে তারা। স্থানীয় লোকজনের চেষ্টায় কোনওক্রমে রক্ষা পান তিনি। অভিযুক্ত ২ যুবককে আটক করেছে পুলিস। বাকীদের খোঁজ চলছে।