আসামী ধরতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, কালিয়াচকে নিহত ৩ Civic Volunteers
রাতেই আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিজস্ব প্রতিবেদন: আসামী ধরতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পুলিসের গাড়ি। প্রাণ হারালেন ৩ সিভিক ভলান্টিয়ার।
আরও পড়ুন-'DM-SP বদলে কিচ্ছু হবে না, যারা আসছে তারাও আমাদের লোক', কমিশনকে চ্যালেঞ্জ মমতার
বৃহস্পতিবার গভীর রাতে জালালপুরে করেক জন আসামীকে ধরতে যায় কলিয়াচক থানার পুলিস। আইসির নেতৃত্বে ৩টি গাড়ি ওই অভিযানে সামিল হয়। একটি গাড়িতে ছিল ৬-৭ জন সিভিক ভলান্টিয়ার। জালালপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে ডাঙ্গা গ্রামে সিভিক ভলান্টিয়ারদের গাড়িটি উল্টে যায়। এতে ৩ জন সিভিক ভলান্টিয়ার গুরুতর আহত হন।
আরও পড়ুন-প্রথম দফার আগে রাজ্যের সীমানায় নজরদারি, ৫০% বুথে ওয়েবকাস্টিং
রাতেই আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে মৃত্যু হয় ৩ সিভিক ভলান্টিয়ারের। নিহত ৩ সিভিক ভলান্টিয়ারের নাম প্রদীপ মণ্ডল, রাজা সেখ ও ওয়াহেদুর সেখ। কীভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর গতির কারণেই সিভিকদের গাড়িটি উল্টে যায়।