তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের পাড়ুই, মোতায়েন বিশাল পুলিস ফোর্স

ফের রণক্ষেত্র বীরভূমের পাড়ুই। আদিবাসী সমবায় সমিতির নির্বাচনের  মনোনয়ন পেশ ঘিরে  তৃণমূল-বিজেপি সংঘর্ষ।  অস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপির পাশাপাশি ব্যাপক বোমাবাজি। আতঙ্কে সিঁটিয়ে গোটা গ্রাম।

Updated By: Jun 14, 2017, 08:24 PM IST
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের পাড়ুই, মোতায়েন বিশাল পুলিস ফোর্স

ব্যুরো: ফের রণক্ষেত্র বীরভূমের পাড়ুই। আদিবাসী সমবায় সমিতির নির্বাচনের  মনোনয়ন পেশ ঘিরে  তৃণমূল-বিজেপি সংঘর্ষ।  অস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপির পাশাপাশি ব্যাপক বোমাবাজি। আতঙ্কে সিঁটিয়ে গোটা গ্রাম।

সহিসপুরে আদিবাসী সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিনে রণক্ষেত্র এলাকা। সকাল থেকে মনোনয়ন পেশ নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি । বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা মনোনয়ন পেশে তাদের বাধা দিচ্ছে। দলে দলে বহিরাগত লোকজন ঢোকানো হচ্ছে গ্রামে। এনিয়েই চড়ছে উত্তেজনা। তৃণমূলের পাল্টা দাবি, এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টায় বিজেপি। তাদের হাতে হাতে অস্ত্র। গোটা গ্রাম রণক্ষেত্র। মোতায়েন করা হয় বিশাল পুলিস ফোর্স।    

অশান্তির সমস্ত অভিযোগ বিজেপির কাঁধেই চাপিয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তবে অনুব্রত মণ্ডলের অভিযোগ উড়িয়েছেন বিজেপির জেলা সভাপতি রামৃকৃষ্ণ রায়। টেলিফোনে ২৪ ঘণ্টাকে তিনি জানান, বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল। তাই নির্বাচন ঠেকাতে অশান্তি করেছে তারা। সিপিএমের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। বিজেপিকে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ সংঘর্ষে গুলিও চলেছে। যদিও গুলিচালনার কথা অস্বীকার করেছে পুলিস। 

.