বারাসতে বিজেপি প্রার্থী পদের বিরোধিতা করে পোস্টার, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক
পোস্টারে বলা হয়েছে, ''বারাসত লোকসভাতে বিজেপির দলীয় কর্মী না হলে ভোট এবার নোটাতে। ডা. মৃণাল দেবনাথ (পাগল)কে একটি ভোটও নয়।''
নিজস্ব প্রতিবেদন: বারাসতে বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ। বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথের বিরুদ্ধে পোস্টার পড়ল বারাসতের বিভিন্ন জায়গায়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক শোরগোল।
বিভিন্ন কেন্দ্রে বিজেপি প্রার্থী নিয়ে অসন্তোষ ক্রমেই প্রকাশ্যে। বিভিন্ন এলাকায় বিজেপির নাম করে পোস্টার পড়ছে। বারাসতেও এরকম পোস্টার চোখে পড়েছে অনেকের। ডা. মৃণালকান্তি দেবনাথের প্রার্থী পদের বিরোধিতা করে পোস্টার পড়েছে বারাসতে। তা নিয়েই রাজনৈতিক জল্পনা তুঙ্গে।
'দেব ৫ বছরে কত বার ঘাটালে এসেছেন? তা বুঝেই ভোট দেবেন' চায়ের কাপে চুমুক দিয়ে বললেন ভারতী ঘোষ
পোস্টারে বলা হয়েছে, ''বারাসত লোকসভাতে বিজেপির দলীয় কর্মী না হলে ভোট এবার নোটাতে। ডা. মৃণাল দেবনাথ (পাগল)কে একটি ভোটও নয়।'' তার নীচে লেখা 'সুদীপ ব্যানার্জি জিন্দাবাদ'।
সোমবার সকাল থেকে এই পোস্টার ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে। যদিও বিজেপির অভিযোগ, ''চক্রান্ত করেই এসব করা হচ্ছে।
তাতে ভোটের ময়দানে বিশেষ সুযোগ করতে পারবে না শাসকদল।''
তবে কেবল মৃণালকান্তি দেবনাথই নন, খগেন মুর্মু, দুলাল বর ও সায়ন্তনের নামেও পোস্টার পড়েছে। তাঁদেরও প্রার্থী পদের বিরোধিতা করে পোস্টার পড়েছে একাধিক জায়গায়।