শিশুর শ্লীলতাহানির অভিযোগ, গলায় টিন বেঁধে পুরোহিতকে গ্রাম ঘোরাল পাড়ার লোকজন
এই ঘটনায় শিশু কন্যার পরিবারের তরফে দাঁতন থানায় অভিযোগ দায়ের করা হয়
![শিশুর শ্লীলতাহানির অভিযোগ, গলায় টিন বেঁধে পুরোহিতকে গ্রাম ঘোরাল পাড়ার লোকজন শিশুর শ্লীলতাহানির অভিযোগ, গলায় টিন বেঁধে পুরোহিতকে গ্রাম ঘোরাল পাড়ার লোকজন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/25/328667-08.gif)
নিজস্ব প্রতিবেদন: পুজো করতে এসে যজমানের বাড়িতে ৭ বছরের এক শিশুকন্যার শ্লীলতাহানি, এমনই অভিযোগ উঠল এক পুরোহিতের বিরুদ্ধে।
ঘটনা জানাজানি হওয়ার পর পুরোহিতকে আটকে রেখে, পাড়ায় সালিশি সভা বসানো হয়। শাস্তি স্বরূপ পুরোহিতের গলায় টিন বেঁধে, পোস্টার ঝুলিয়ে ঘোরানো হল গ্রাম। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার তুরকা অঞ্চলে। খবর পেয়ে পুলিস এসে অভিযুক্ত পুরোহিতকে আটক করে নিয়ে যায়। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন।
আরও পড়ুন-ভুয়ো ভ্যাকসিনে এলাকায় আতঙ্ক, দেবাঞ্জনের বিরুদ্ধে FIR সোনারপুর দক্ষিণের বিধায়কের
জেলা পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, ‘অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হবে।’ পুরোহিতের এহেন কাণ্ডের তীব্র নিন্দা করেছেন এলাকার বিধায়ক বিক্রম প্রধান। এলাকার সাধারণ মানুষ কঠোর শাস্তি দাবি করেছেন অভিযুক্ত পুরোহিতের।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বুধবার দাঁতন-২(Danton) ব্লকের তুরকা অঞ্চলের একটি গ্রামে একজনের বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানের বাৎসরিক কাজকর্মের জন্য এসেছিলেন ওই পুরোহিত। পুজোর কাজকর্মের ফাঁকে সকলের চোখের আড়ালে যজমান বাড়ির এক শিশুকন্যার সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ।
আরও পড়ুন-চালু করুন লোকাল ট্রেন, হাওড়া DRM-এর সঙ্গে সাক্ষাত করে আবেদন লকেটের
এদিকে এই ঘটনায় শিশু কন্যার পরিবারের তরফে দাঁতন থানায় অভিযোগ দায়ের করা হয়। গতকাল রাতে অভিযুক্ত পুরোহিতকে গ্রেপ্তার করেছে দাঁতন থানার পুলিস।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)