ভুয়ো ভ্যাকসিনে এলাকায় আতঙ্ক, দেবাঞ্জনের বিরুদ্ধে FIR সোনারপুর দক্ষিণের বিধায়কের

ঘটনার তদন্ত ও অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Updated By: Jun 25, 2021, 04:26 PM IST
ভুয়ো ভ্যাকসিনে এলাকায় আতঙ্ক, দেবাঞ্জনের বিরুদ্ধে FIR সোনারপুর দক্ষিণের বিধায়কের

নিজস্ব প্রতিবেদন: সংখ্যাটা নেহাত কম নয়। কসবায় গিয়ে ভ্যাকসিন নিয়েছেন এলাকার সাড়ে পাঁচশো জনের বেশি মানুষ। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের করলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র। ঘটনার তদন্ত ও অভিযুক্তের শাস্তির শান্তির দাবি জানিয়েছেন তিনি।

শহরে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে পর্দাফাঁস। তদন্তে উঠে আসছে একের চাঞ্চল্যকর তথ্য। স্রেফ কসবায়ই নয়,  ১৮ জুন উত্তর কলকাতার সিটি কলেজেও ভ্যাকসিনেশন ক্যাম্প করেছিল ভুয়ো IAS অফিসার দেবাঞ্জন দেব। সেই ক্যাম্পে টিকা নিয়েছিলেন কলেজের অধ্যাপক, পড়ুয়া, এমনকি সাধারণ মানুষও। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই আমর্হাস্ট্র স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ। এবার সেই পথেই হাঁটলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্রও।

আরও পড়ুন: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দোষীদের গ্রেফতার করা হোক: Dilip, CBI তদন্তের দাবি সায়ন্তনের

প্রসঙ্গত, সোনারপুর থেকে কসবায় দেবাঞ্জনের ক্যাম্পে গিয়ে ভ্যাকসিন নিয়েছেন, এমন অনেকেই গতকাল বিধায়ক লাভলী মৈত্রের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের দাবি, যে ভ্যাকসিন পেয়েছেন, তা আসল কিনা, তা খতিয়ে দেখতে হবে। সঙ্গে প্রশ্ন,  সরকারি পোর্টালে নামইবা কিভাবে নথিভুক্ত করবেন? দ্রুত সমস্যার সুরাহার আশ্বাস দিয়েছিলেন বিধায়ক। মুচিপাড়ায় থানার দেবাঞ্জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে IMA-র পশ্চিমবঙ্গ শাখার তরফে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.