বেসরকারি হাসপাতালে করোনায় মৃতের বিপুল বিল, প্রশাসনের উদ্যোগে কাটল জট

পরিবারের তরফে বকেয়া টাকা মুকুব করতে হাসপাতালের কাছে আবেদন করা হয়

Updated By: Jun 11, 2021, 04:11 PM IST
বেসরকারি হাসপাতালে করোনায় মৃতের বিপুল বিল, প্রশাসনের উদ্যোগে কাটল জট

নিজস্ব প্রতিবেদন: বেসরকারি হাসপাতালের বিপুল দিতে পারব না। এনিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হল করোনায় মৃত ব্যক্তির পরিবার।

আরও পড়ুন-Rainfall: মে মাসের বৃষ্টিপাতে ১২০ বছরে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড, জানাল IMD

করোনা আক্রান্ত হয়ে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন দুর্গাপুরের শ্যামপুরের বাসিন্দা রবীন পাল(৫৫)। পেশায় কৃষক ওই ব্যক্তির মৃত্যু হয় ১০ জুন রাত সাড়ে নটা নাগাদ। চিকিত্সার খরচ হিসেবে মৃতের পরিবারের সদস্যরা হাসপাতালে জমা দেন ৮ লাখ ৪০ হাজার টাকা। কিন্তু হাসপাতালের বিল হয় ১৫ লাখ ৭০ হাজার টাকা।

আরও পড়ুন-Covid Update: ২৪ ঘণ্টায় Corona আক্রান্ত  ৯১ হাজার ৭০২, মৃত ৩ হাজার ৪০৩

এদিকে,পরিবারের তরফে বকেয়া টাকা মুকুব করতে হাসপাতালের কাছে আবেদন করা হয়। পরিবারের দাবি, হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, বকেয়া টাকা মেটাতে হবে। এরপরই মৃতের ছেলে রনি পাল দুর্গাপুরের(Durgapur) মহকুমা শাসক শেখর চৌধুরীর হস্তক্ষেপের দাবি করেন। মহকুমা শাসকের হস্তক্ষেপে মৃতদেহ ছেড়ে দেওয়ার উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি হাসপাতালের তরফে সুপার জানিয়েছেন, পরিবারের সদস্যরা আমাদের কাছে আসেননি। মৃতদেহ রিলিজ করে দেওয়া হয়েছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.