CAA, NRC-র বিরোধিতায় বিক্ষোভ কোনা এক্সপ্রেসওয়েতে, বাসে আগুন

জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখাতে দেখা যায় স্থানীয়দের।

Reported By: বিক্রম দাস | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Dec 14, 2019, 01:56 PM IST
CAA, NRC-র বিরোধিতায় বিক্ষোভ কোনা এক্সপ্রেসওয়েতে, বাসে আগুন

নিজস্ব প্রতিবেদন : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এদিন উত্তেজনা ছড়াল হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে। বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিসকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পরস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিসবাহিনী ও RAF।

জানা গিয়েছে CAB-এর বিরুদ্ধে এদিন সকালে কোনা এক্সপ্রেসওয়ের উপর বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা। অভিযোগ, সেইসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিস। মারধর করা হয় বিক্ষোভকারীদের। আর তারপরই উত্তেজনা ছড়ায় কোনা এক্সপ্রেসওয়েতে।

অভিযোগ, এরপরই সরকারি বাসে আগুন ধরিয়ে দেন উত্তেজিত স্থানীয়রা। প্রায় ১০টি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। রাস্তা আটকাতে হাইওয়ের মাঝখানে গাছের গুঁড়ি ফেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখাতে দেখা যায় স্থানীয়দের। ভাঙচুর করা হয় পুলিসের কিয়স্কও।

আরও পড়ুন, একশো দিনের কাজে ফের প্রথম স্থান পশ্চিমবঙ্গের, সেরা বাঁকুড়া জেলা

শুধু কোনা এক্সপ্রেসওয়ে নয়। হাওড়ার জোমজুড়ে সলপ মোড়েও বিক্ষোভ দেখান স্থানীয়রা।

.