অন্যত্র সরাতে হবে কোয়ারেন্টিন সেন্টার, বিক্ষোভ একাধিক এলাকায়

 স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি একটি জনবহুল এলাকা এই এলাকায় আইসোলেশন ওয়ার্ড করলে সংক্রমণের সম্ভাবনা তৈরি হবে।

Updated By: May 19, 2020, 09:08 PM IST
অন্যত্র সরাতে হবে কোয়ারেন্টিন সেন্টার, বিক্ষোভ একাধিক এলাকায়

নিজস্ব প্রতিবেদন: হরিশচন্দ্রপুর আইটিআই কলেজকে আইসোলেশন কেন্দ্র করা যাবে না। এই দাবিতে আইটিআই কলেজের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। চাঁচোল এবং হরিশ্চন্দ্রপুরের করোনা আক্রান্তদের হরিশ্চন্দ্রপুর আইটিআই কলেজে রাখার প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি একটি জনবহুল এলাকা এই এলাকায় আইসোলেশন ওয়ার্ড করলে সংক্রমণের সম্ভাবনা তৈরি হবে।

আরও পড়ুন: আমফান আতঙ্ক, ১২০ কিমি বেগে ঝড় বইবে! হুগলিতে সরানো হল ৭ হাজার মানুষকে

অন্যদিকে এই একই ছবি নিউটাউনের নারকেল বাগান এলাকা থেকে কোয়ারেন্টিন সেন্টার  সরানোর দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্থানীয় একটি হোটলেকে  কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে, আর ওই সেন্টারেই রাখা হচ্ছে ইটালি থেকে আগত ৩০০ জন ভারতীয়কে। বিক্ষোভকারীদের দাবি এলাকাটি ঘন জনবসতিপূর্ণ। এলাকায় বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেশি। এই অবস্থায় কোয়ারেন্টিন সেন্টার হলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বাড়বে।

.