'দোকান ভাঙা হবে', ভয়ে রাহুল সিনহাকে চা দিতে অস্বীকার দোকানদারের

বিজেপি নেতাকে চা দিলে নাকি দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। তাই হাতজোড় করে রাহুল সিনহাকে চা দিতে অস্বীকার করলেন চা দোকানদার। এমনটাই অভিযোগ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির।

Updated By: Jan 19, 2018, 06:30 PM IST
'দোকান ভাঙা হবে', ভয়ে রাহুল সিনহাকে চা দিতে অস্বীকার দোকানদারের

নিজস্ব প্রতিবেদন : বিজেপি নেতাকে চা দিলে নাকি দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। তাই হাতজোড় করে রাহুল সিনহাকে চা দিতে অস্বীকার করলেন চা দোকানদার। এমনটাই অভিযোগ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির।

এদিন উলুবেড়িয়া লোকসভার উপনির্বাচনের প্রচারে যান রাহুল সিনহা। উদয়নারায়ণপুর থেকে রাজপুর পর্যন্ত একটি রোড শো করেন তিনি। এরপর তাঁদের জন্য চা আনতে দোকানে যান বিজেপির কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন, হোটেলে রাত্রিযাপনে জোড়া লাগল 'ভেঙে যাওয়া' দাম্পত্য

কিন্তু রাজপুরের কোনও দোকানই তাঁদের চা বিক্রি করতে রাজি হয় না বলে অভিযোগ রাহুল সিনহার। তাঁর অভিযোগ, ওই দোকানদাররা জানিয়েছেন বিজেপি নেতারা চলে গেলেই তাঁদের দোকান ভাঙচুর করা হবে। আর সেই ভয়েই তাঁদের চা দিতে রাজি হন না ওই দোকানদাররা।

.