নিজস্ব প্রতিবেদন: পূর্ভাবাস মিলিয়ে ধেয়ে আসছে কালবৈশাখী। শুক্রবার দুপুরে ছোটনাগপুর মালভূমি সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই পুরুলিয়ার ওপর দিয়ে বয়ে গিয়েছে প্রবল কালবৈশাখী।  পাশাপাশি ঝড়-বৃষ্টি শুরু হয়েছে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একাংশে। কিছুক্ষণের মধ্যেই কালবৈশাখী শুরু হবে পশ্চিম মেদিনীপুরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পিংলায় তৃণমূলের পার্টিঅফিস ভাঙচুর, উত্তজনা এলাকায়


সন্ধে সাড়ে ছটার পর ঝড়-বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুরে। ৭টার পর  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও এক থেকে দেড় ঘণ্টার মধ্যে বীরভূম এলাকার একাংশের ওপর দিয়ে কালবৈশাখীর বয়ে যেতে পারে। এরপর রাতের দিকে মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত হতে পারে।সবমিলিয়ে গোটা দযক্ষিণবঙ্গেই আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের খবর অনুযায়ী বর্ষা এগোচ্ছে। ইতিমধ্যেই উত্তর পূর্বভারতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। ৬ জুন বর্ষা ঢুকবে কেরালায়।