টানা কয়েকদিনের গরম থেকে দক্ষিণবঙ্গে সাময়িক স্বস্তি

টানা কয়েকদিনের গরম থেকে দক্ষিণবঙ্গে সাময়িক স্বস্তি। দুপুর গড়াতেই আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়  শুরু হয়ে যায় বৃষ্টি। একধাক্কায় তাপমাত্রা অনেকটা কমে যায় শহর কলকাতাতেও। বিক্ষিপ্ত বৃষ্টি হয় মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায়। বৃষ্টি নামে বীরভূমের সিউড়ি, রামপুরহাট-সহ বিস্তীর্ণ এলাকায়। আকাশ কালো করে বজ্র বিদ্যুত্‍-সহ  বৃষ্টি শুরু হয় বর্ধমানের কাটোয়ায়।

Updated By: Jun 5, 2017, 04:48 PM IST
টানা কয়েকদিনের গরম থেকে দক্ষিণবঙ্গে সাময়িক স্বস্তি

ওয়েব ডেস্ক: টানা কয়েকদিনের গরম থেকে দক্ষিণবঙ্গে সাময়িক স্বস্তি। দুপুর গড়াতেই আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়  শুরু হয়ে যায় বৃষ্টি। একধাক্কায় তাপমাত্রা অনেকটা কমে যায় শহর কলকাতাতেও। বিক্ষিপ্ত বৃষ্টি হয় মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায়। বৃষ্টি নামে বীরভূমের সিউড়ি, রামপুরহাট-সহ বিস্তীর্ণ এলাকায়। আকাশ কালো করে বজ্র বিদ্যুত্‍-সহ  বৃষ্টি শুরু হয় বর্ধমানের কাটোয়ায়।

আরও পড়ুন মালবাজারের ওয়াসাবাড়ি এলাকায় এ বছর আর ধান চাষ করছেন না চাষিরা

ঝেঁপে বৃষ্টি নামে হুগলিতে, সঙ্গে ঝোড়ো হাওয়ায় তাপমাত্রা একধাক্কা নেমে যায়। টিপ টিপে বৃষ্টি হয় কৃষ্ণনগর-সহ নদিয়ার বেশ কিছু এলাকায়। স্বস্তি মিলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মালদা, উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে আজ সকাল থেকেই আকাশ মেঘলা। কমে অস্বস্তি ।

আরও পড়ুন  বছর চারেকের শিশুর অস্বাভাবিক মৃত্যু বারুইপুরের শাঁখারিপুকুরে, খুনের অভিযোগ পরিবারের

.