বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে দক্ষিণ দিনাজপুরে রাজীব বন্দ্যোপাধ্যায়

Updated By: Aug 16, 2017, 09:00 AM IST
বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে দক্ষিণ দিনাজপুরে রাজীব বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: দক্ষিণ দিনাজপুরে জল না নামায় উদ্বিগ্ন প্রশাসন। জেলার বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখলেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ত্রাণের কাজ যাতে ঠিকভাবে হয়, সে জন্য নির্দেশ দিয়েছেন তিনি। সব ব্লকে স্বাস্থ্য শিবির, পর্যাপ্ত পানীয় জল এবং নৌকোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে। জলমগ্ন দক্ষিণ দিনাজপুরে ক্ষতিগ্রস্ত প্রায় ১ লক্ষ মানুষ। ইতিমধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে। বালুরঘাট শহরের ২৫টি ওয়ার্ড জল থই থই।

উল্লেখ্য, ইতিমধ্যেই জলের তলায় কুশমণ্ডি, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, হিলি ও বালুরঘাটের বিস্তীর্ণ এলাকা। আগেই বিপদসীমা ছাড়িয়েছিল আত্রেয়ী, পুণর্ভবা নদী। আত্রেয়ীর জল বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে, এমন আশঙ্কায় রাতটা জেগেই কাটিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। সবমিলিয়ে পরিস্থিতি জটিল।

.