ভাদু শেখের স্কুটি থেকে নমুনা নিল সিবিআই, নম্বর প্লেট নেই কেন, প্রশ্ন তদন্তকারীদের

ফরেন্সিক দলের সদস্যরা প্রশ্ন তোলেন, স্কুটিটিকে ওইভাবে নোংরা অবস্থায় ফেলে রাখা হয়েছে কেন

Updated By: Apr 12, 2022, 04:01 PM IST
ভাদু শেখের স্কুটি থেকে নমুনা নিল সিবিআই, নম্বর প্লেট নেই কেন, প্রশ্ন তদন্তকারীদের

নিজস্ব প্রতিবেদন: বগটুইয়ে নিহত উপপ্রধান ভাদু শেখের স্কুটি থেকে নমুনা সংগ্রহ করল তদন্তকারী দল। রামপুরহাটের বগটুই মোড়ে বোমা ও গুলির আঘাতে ভাদু শেখ খুন হওয়ার পর থেকে তার স্কুটিটি রামপুরহাট থানায় পড়ে রয়েছে।

মঙ্গলবার বগটুই মোড়ে ভাদু শেখ খুনের জায়গাটি ঘুরে দেখে সিবিআইয়ের সেন্ট্রাল ফরেন্সিক টিম। পাশাপাশি তার স্কুটি-টিও পরীক্ষা করে দেখেন ও সেখান থেকে নমুনা সংগ্রহ করেন।

ফরেন্সিক দলের সদস্যরা প্রশ্ন তোলেন, স্কুটিটিকে ওইভাবে নোংরা অবস্থায় ফেলে রাখা হয়েছে কেন। এতে সেখান থেকে তথ্যপ্রমাণ মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ওই স্কুটিটি চড়েই ঘোরাফেরা করত ভাদু শেখ। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, ওই স্কুটিটির কোনও নম্বর প্লেট নেই। কেন নম্বর প্লেট নেই, সেটির চাবি কোথায়, এনিয়ে প্রশ্ন তোলেন সিবিআইয়ের তদন্তকারীরা।

আরও পড়ুন-Dornier Do-228 Aircraft: অসম থেকে অরুণাচল, আজ শুরু হল মেড-ইন-ইন্ডিয়া Dornier বিমানের উড়ান

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.