অন্য রাজ্যে রফতানি বন্ধের অনুরোধ, দিনে ৪৫০ মেট্রিকটন অক্সিজেন প্রয়োজন বাংলায়
রাজ্যে উৎপাদিত অক্সিজেন যাতে অন্য রাজ্যে পাঠানো না হয় তার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ করেছে রাজ্য সরকার।
নিজস্ব প্রতিবেদন: দেশের করোনা পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। অক্সিজেন সংকটে জেরবার দেশে। এর জন্য ফের একবার কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দুর্গাপুর থেকে ভার্চুয়াল সভায় এদিন মোদি সরকারকে তুলোধনা করেন তৃণমূলনেত্রী। বলেন, কেন্দ্রের গাফিলতির জন্য দেশে কোভিডের এই পরিস্থিতি। পাশাপাশি তিনি বলেন, বাজারে অক্সিজেন, ওষুধ পাওয়া যাচ্ছে না। যারা অক্সিজেন দিত সেই সেলকে উত্তরপ্রদেশে পাঠাচ্ছে। আমাদের চেনটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে যাতে বাংলার অক্সিজেনের অভাব হয়, আমাদের শিল্পে যে অক্সিজেন লাগে তা হেলথে শিফট করিয়েছি। পাঁচ হাজার এক্সট্রা সিলিন্ডার ব্যবস্থা করেছি। এখন ২০ হাজার সিলিন্ডার আছে।
এদিনই, রাজ্যে উৎপাদিত অক্সিজেন যাতে অন্য রাজ্যে পাঠানো না হয় তার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্লান্ট থেকে উৎপাদিত অক্সিজেনের
২০০ মেট্রিক টন বাইরের রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়ে থাকে। যেভাবে এই রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে আগামী সপ্তাহ থেকে প্রত্যেকদিন ৪৫০ মেট্রিকটন অক্সিজেন প্রয়োজন হবে বলে অনুমান। ফলে অন্য রাজ্যে অক্সিজেন পাঠাতে চাইছে না রাজ্য।