ঘরের ভিতরে ১৩ ফুট লম্বা কিংকোবরা!

সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Updated By: Dec 9, 2020, 01:29 PM IST
ঘরের ভিতরে ১৩ ফুট লম্বা কিংকোবরা!

নিজস্ব প্রতিবেদন: তেরোর গেরো! না, গেরো ঘটেনি। বছরবারোর মেয়েটি না দেখলে ঘটতে পারত। 

১৩ ফুট লম্বা একটি সাপ ঢুকে পড়েছিল ঘরে। পরে সেটিকে উদ্ধার করা হল!

মালবাজার মহকুমার নাগরাকাটার টন্ডু চা-বাগানের বিকাশ ওঁরাওয়ের বাড়িতে গতকাল মঙ্গলবার বিকেলের দিকে আচমকা একটি লম্বা সাপ ঢুকে পড়ে। বিকাশবাবুর বছরবারোর মেয়ে তখন উঠোনে খেলছিল। মেয়েটি সাপটিকে দেখে। সে-ই সাপের খবরটা বাবাকে জানায়। বিকাশবাবু সতর্ক হয়ে যান এবং উদ্ধারের ব্যবস্থাপত্র শুরু করেন। তবে সাপটিকে উদ্ধার করা হয় আজ, বুধবার সকালে।

ওই অঞ্চলে সাপ উদ্ধার করতে হলে সাধারণত স্থানীয় সর্পবিশেষজ্ঞ ও সর্পপ্রেমী সৈয়দ নঈম বাবুনকে খবর দেওয়া হয়। এ বারেও তাই হয়েছে। আজ সকালে বনকর্মীরা বাবুনকে সঙ্গে নিয়ে সাপটিকে উদ্ধার করেন। বিকাশের বাড়ি থেকে ১৩ ফুট লম্বা কিংকোবরাটি উদ্ধার করে সাপটিকে খুনিয়া রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। তবে বনকর্মীরা বাবুনকে সঙ্গে নিয়েই সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেন।

also read: শীতের দেখা নেই, কুয়াশায় ঢেকেছে সর্বস্ব! ব্যাহত ট্রেন, বিমান, ফেরি পরিষেবা

.