'উত্তরকন্যা অভিযানে হিংসা ছড়িয়েছে'! জামিন অযোগ্য ধারায় FIR কৈলাস, দিলীপের বিরুদ্ধে

অশান্তি, হিংসা ছড়ানো, ট্রাফিক গার্ড ভাঙচুর, পুলিসকে আক্রমণ-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে কৈলাস, মুকুল, দিলীপের বিরুদ্ধে। 

Updated By: Dec 9, 2020, 01:27 PM IST
'উত্তরকন্যা অভিযানে হিংসা ছড়িয়েছে'! জামিন অযোগ্য ধারায় FIR কৈলাস, দিলীপের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: উত্তরকন্যা অভিযানে অশান্তির অভিযোগে এফআইআর দায়ের হল কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়-সহ বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে। দায়ের হয়েছে তিনটি এফআইআর, যার মধ্যে দুটি এনজেপি থানায় এবং একটি শিলিগুড়ি থানায়। অশান্তি, হিংসা ছড়ানো, ট্রাফিক গার্ড ভাঙচুর, পুলিসকে আক্রমণ-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

এর মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। জানা গিয়েছে, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের বিরুদ্ধে এনজেপি থানায় এবং মুকুল রায়ের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের হয়েছে। এই ঘটনায়, দিলীপ ঘোষ জানিয়েছেন, 'এই সরকারের থেকে এর বেশি কিছু আশা করা যায় না। আমাদের কর্মীই মারা যাচ্ছে আর আমাদের নামেই কেস হচ্ছে। আমার ওপরে প্রায় ৪০টা কেস রয়েছে।' দিলীপের দাবি, "সব রাস্তা বন্ধ, তাই পুলিস ও মামলার ভয় দেখিয়ে আমাদের দমানোর চেষ্টা চলছে।' 

.