দুর্গাপুরের ইস্পাত আবাসনে জলের দাবিতে বিক্ষোভ

জলের দাবিতে বিক্ষোভে নামলেন বাসিন্দারা। দুর্গাপুর ইস্পাত আবাসনে গত ৮ দিন ধরে জল নেই। ফলে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। অবশেষে আর না পেরে বিক্ষোভে নামেন তারা। পরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Updated By: May 14, 2017, 12:16 PM IST
দুর্গাপুরের ইস্পাত আবাসনে জলের দাবিতে বিক্ষোভ
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : জলের দাবিতে বিক্ষোভে নামলেন বাসিন্দারা। দুর্গাপুর ইস্পাত আবাসনে গত ৮ দিন ধরে জল নেই। ফলে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। অবশেষে আর না পেরে বিক্ষোভে নামেন তারা। পরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন- ডোমকলে পুর নির্বাচনকে ঘিরে দফায় দফায় উত্তেজনা, বুথ থেকে উধাও EVM

আজ সকালে এডিশন রোডে কারখানার আধিকারিকরা জলের ট্যাঙ্ক পরিদর্শনে এলে বাসিন্দারা তাঁদের ঘিরে ধরেন। এক সপ্তাহ আগে পুরসভার পাইপ ফেটে আবাসনে জল সরবরাহ বন্ধ হয়। তারপর থেকে ট্যাঙ্কারে জল সরবরাহ করছে কারখানা কর্তৃপক্ষ ও পুরসভা। এতদিন পর পরিস্থিতি দেখতে আসায় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে দেন।

.