জেলায় একাধিক পথ দুর্ঘটনা, মৃত্যুও হল একজনের

একদিনে জেলায় একাধিক পথ দুর্ঘটনা। মৃত্যুও হল একজনের। পশ্চিম মেদিনীপুরের শালবনীর ভাদুতলায় দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। গতরাতে ভাদুতলায় ষাট নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। যদিও তাঁর পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিসের অনুমান, ওই ব্যক্তি মূলত ভবঘুরে ছিলেন। লরি চালক অবশ্য পলাতক।

Updated By: May 27, 2017, 09:19 AM IST
জেলায় একাধিক পথ দুর্ঘটনা, মৃত্যুও হল একজনের

ওয়েব ডেস্ক: একদিনে জেলায় একাধিক পথ দুর্ঘটনা। মৃত্যুও হল একজনের। পশ্চিম মেদিনীপুরের শালবনীর ভাদুতলায় দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। গতরাতে ভাদুতলায় ষাট নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। যদিও তাঁর পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিসের অনুমান, ওই ব্যক্তি মূলত ভবঘুরে ছিলেন। লরি চালক অবশ্য পলাতক।

আরও পড়ুন অপেক্ষার শেষ, আজ মাধ্যমিকের রেজাল্ট, ওয়েবসাইটগুলো, এসএমএস নম্বর, সবকিছু জেনে নিন

হাওড়ার উলুবেড়িয়ার নিমদিঘিতেও ছ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে একটি চাল বোঝাই লরি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। আহত হন ওই গাড়ির চালক। দুর্ঘটনার জেরে সেখানে দুটি লেনেই যান চলাচলে বিঘ্ন ঘটে। 

আরও পড়ুন  রসপুঞ্জ, আমতার পর এবার বীরভূম, এক সপ্তাহের মধ্যে খুন তিনজন তৃণমূল নেতা

.