পাঁচিল ঘেরা জমিতেই চলত মরা পশুর মাংস কাটার কাজ!

উঁচু পাঁচিলঘেরা জায়গায়  দিনের পর দিন কিছু লোকের আনাগোনা দেখে সন্দেহ হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। 

Updated By: Nov 27, 2018, 12:12 PM IST
পাঁচিল ঘেরা জমিতেই চলত মরা পশুর মাংস কাটার কাজ!

নিজস্ব প্রতিবেদন:  ফের ভাগাড়ের মাংসের হদিশ। এবার দেগঙ্গার মণ্ডলগাথির খালপাড় এলাকায়। ফেলে দেওয়া মরা পশু তুলে এনে মাংসা কাটার অভিযোগ ঘিরে চাঞ্চল্য।  ঘটনায় উঠে এসেছে টিটাগড়ের এক মাংস ব্যবসায়ীর নাম।

আরও পড়ুন: হাওড়া আসার পথে কালকা মেলের কামরায় আগুন

উঁচু পাঁচিলঘেরা জায়গায়  দিনের পর দিন কিছু লোকের আনাগোনা দেখে সন্দেহ হয়েছিল স্থানীয় বাসিন্দাদের।  পাঁচিলের ফাঁক দিয়ে উঁকি সন্দেহ সত্যি হয়।   মণ্ডলগাথির  ছোট খালের  পাশে একটি উচু পাঁচিলঘেরা  জায়গায় ভাগারের থেকে মরা পশু তুলে এনে মাংস কাটার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: বিজেপি দেবতাকে বিক্রি করে, জঙ্গলমহলে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

 মঙ্গলবার সকালে  স্থানীয় বাসিন্দারা একটি মাংসভর্তি গাড়ি আটকে পুলিসের হাতে তুলে দেয়। অভিযোগ,  টিটাগড়ের এক ব্যবসায়ী নির্জন জায়গায় ভাগারের মাংসের কারবার চালাচ্ছিল। বিভিন্ন জায়গা থেকে মরা পশু সংগ্রহ করে এখানে কাটা হত বলে অভিযোগ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। যদিও পুলিসি জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছে মাছের খাবার তৈরি করা হত  মণ্ডলগাথির খালপাড়ে।  এই চক্রের পিছনে আর কে কে জড়িত  রয়ছে, তা খতিয়ে দেখছে পুলিস।

.