Royal Bengal Tiger: ১১ হাজার ফুট উঁচুতে ঘুরছেন দক্ষিণরায়, নেওড়ায় নজরকাড়া 'দুর্লভ'

জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত নেওড়া ভ্যালির জঙ্গলে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। একবার দুবার নয়, বন দফতরের রিপোর্ট বলছে গত দু'মাসে একাধিকবার দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের।

Updated By: Dec 27, 2023, 08:33 PM IST
Royal Bengal Tiger: ১১ হাজার ফুট উঁচুতে ঘুরছেন দক্ষিণরায়, নেওড়ায় নজরকাড়া 'দুর্লভ'
প্রতীকী ছবি

অরূপ বসাক: ফের বাঘ দর্শন নেওড়ায়। হাড় কাঁপানো শীতে সমতল থেকে এগারো হাজার ফুট উঁচুতে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত নেওড়া ভ্যালির জঙ্গলে বন দফতরের ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়লো রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। একবার দুবার নয়, বন দফতরের রিপোর্ট বলছে গত দু'মাসে একাধিকবার দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের। একই বাঘ নাকি সংখ্যায় তারা একাধিক তা জানতে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে বন দফতর।

আরও পড়ুন, Purba Bardhaman: অধ্যক্ষের সই করা কলেজের লেটারহেডে ছাত্রীকে প্রেমের প্রস্তাব, ভাইরাল!

এর আগেও নেওড়া ভ্যালিতে বাঘের দেখা মিলেছে। বিগত কয়েক বছর ধরেই গোরুমারা বন্যপ্রাণী বিভাগের নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে রয়্যাল বেঙ্গল টাইগারের অস্বিত্ব পাওয়া যাচ্ছিল। ২০২২ সালের ২৮ অক্টোবর এবং এই বছর জানুয়ারি মাসেও ট্র্যাপ ক্যামেরায় ধরা দেয় রয়্যাল বেঙ্গল টাইগার। বন দফতর নিশ্চিত ভাল সংখ্যায় বাঘ রয়েছে এই বনে। একসময় নেওড়া ভ্যালিতে বাঘ থাকলেও বেশ কিছু বছর ধরে আর দেখা যায়নি। বনকর্তাদের ধারণা ছিল, এখনও মানুষের যাতায়াতের অযোগ্য ওই জঙ্গলের বেশ কিছু জায়গা বাঘেদের বসবাসের উপযুক্ত। মাঝে মাঝে গাছের গোড়ায় দাগ দেখে বাঘের আঁচড় বলে মনে হলেও বাঘ দেখেননি কোনও বনকর্মীও৷ 

১৯৯৮ সালে প্রথম বাঘের অস্তিত্বের প্রমাণ মেলে ডুয়ার্সের নেওড়া ভ্যালিতে। কিন্ত পাহাড়ের ১১ হাজার ফুট উঁচুতে ১৫৯.৮৯ বর্গ কিলোমিটার এলাকা ঘেরা জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার চাক্ষুষ করেননি কেউ। ২০১৭ সালের ১৯ জানুয়ারি ভোরে লাভা থেকে সামান্য দূরে পেডংয়ের রাস্তায় নিজের মোবাইল ক্যামেরায় বাঘবন্দি করে বনমহলে চাঞ্চল্য ফেলে দেন আনমোল ছেত্রী নামে এক স্থানীয় যুবক।

আরও পড়ুন, Bengal Weather: নতুন বছরের শুরুতেই কেমন থাকবে আবহাওয়া? চলে এল বড় আপডেট!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.