Ghatal:টাকা জমা নিয়ে দেওয়া হত ভুয়ো রসিদ, এখন CSP-র ঝাঁপ বন্ধ করে হাওয়া ঘাটালের যুবক

প্রতারিতদের দাবি, সিএসপি বন্ধ করে পালিয়ে গিয়েছে তন্ময়। কিন্তু এখন তারা কি করবে। কেউ রেখেছেন ১ লক্ষ, কেউ ২ লক্ষ, কেউবা ২০ হাজার

Updated By: Aug 9, 2021, 11:22 PM IST
Ghatal:টাকা জমা নিয়ে দেওয়া হত ভুয়ো রসিদ, এখন CSP-র ঝাঁপ বন্ধ করে হাওয়া ঘাটালের যুবক

নিজস্ব প্রতিবেদন: কেউ  দিনমজুর কেউ বা সবজি বিক্রেতা। তিল তিল করে স্টেট ব্যাংকের সিএসপি-তে একাউন্ট খুলে জমিয়েছিল টাকা। আর সেই স্টেট ব্যাংকের সিএসপিতে টাকা রেখেই প্রতারণার শিকার হতে হল শতাধিক গ্রাহককে।

আরও পড়ুন-Calcutta High Court: পড়ুয়াদের সংখ্য়া অনুযায়ী স্কুলগুলিতে কতজন শিক্ষক, রাজ্যকে তথ্য জমা দিতে নির্দেশ...

কোন উপায় না দেখে অসহায় গ্রাহকরা শেষপর্যন্ত মহাকুমা প্রশাসন ও স্টেট ব্যাংকের অফিসের দ্বারস্থ হলেন তারা। স্থানীয় সূত্রে খবর, ঘাটাল ব্লকের শ্যামসুন্দরপুরের বাসিন্দা তন্ময় মাইতি স্টেট ব্যাংকের সিএসপি অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট খুলেছিলেন নিজের গ্রামেই। তন্ময় মাইতির কাছে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট খুলে টাকা রেখে প্রতারণার শিকার গ্রামের শতাধিক মানুষ।

আরও পড়ুন-Pegasus: ইজরায়েলি সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন হয়নি কেন্দ্রের, জানাল প্রতিরক্ষা মন্ত্রক  

প্রতারিতদের দাবি, সিএসপি বন্ধ করে পালিয়ে গিয়েছে তন্ময়। কিন্তু এখন তারা কি করবে। কেউ রেখেছেন ১ লক্ষ, কেউ ২ লক্ষ, কেউবা ২০ হাজার। ফিক্সড ডিপোজিট থেকে অন্যান্য জমানো টাকার ভুয়ো কাগজ ও রসিদ দেওয়া হত বলে ঘূর্ণাক্ষরেও টের পায়নি ওই সিএসপি থেকে একাউন্ট করা শয়ে শয়ে গ্রাহক। অবশেষে প্রতারিত হয়ে কান্নায় ভেঙে পড়েছে গ্রামের শতাধিক মানুষ, কোন উপায় না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে তারা। এলাকার মানুষ জোট বেঁধে অভিযোগ নিয়ে চলে এসেছেন ঘাটালের মহকুমা শাসকের দপ্তরে। প্রশাসনের কাছে তাদের কাতর আর্জি তাদের গচ্ছিত মূলধন ফিরিয়ে দিয়ে প্রতারক এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.