Calcutta High Court: পড়ুয়াদের সংখ্য়া অনুযায়ী স্কুলগুলিতে কতজন শিক্ষক, রাজ্যকে তথ্য জমা দিতে নির্দেশ

আদালত ওই তথ্য চাওয়ার পরই রাজ্য সরকার ওই তথ্য দেওয়ার ব্যাপারে সময় চায়। তাতেই ক্ষোভ প্রকাশ করে আদালত

Updated By: Aug 9, 2021, 10:01 PM IST
Calcutta High Court: পড়ুয়াদের সংখ্য়া অনুযায়ী স্কুলগুলিতে কতজন শিক্ষক, রাজ্যকে তথ্য জমা দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের সরকারি স্কুলগুলিতে ছাত্রসংখ্যা অনুযায়ী শিক্ষকের সংখ্যা কত, রাজ্য সরকারের কাছে পরিসংখ্য়ান চাইল কলকাতা হাইকোর্ট। কোন স্কুলে শিক্ষক বেশি রয়েছে, কোথায় শিক্ষক সংখ্যা কম সেইসব তথ্য দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন-ফের Tripura যাচ্ছেন দেবাংশু-জয়া-সুদীপ, বিপ্লব গড়ে ঘাসফুল ছড়াতে ৩ যুবতেই ভরসা TMC-র

উল্লেখ্য, বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রের আসানসোল এলাকায় ৩টি স্কুল রয়েছে। এর মধ্যে একটি স্কুলে শিক্ষক সংখ্যা অনেক বেশি। বাকী দুটি স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক। সেই কারণে বাড়ছে স্কুলছুটের সংখ্যা। এনিয়ে একটি জনস্বার্থ মামলা হয়। মামলাটি করেন শুভপ্রকাশ লাহিড়ী নামে এক আইনজীবী। সেই মামলার শুনানিতে আজ ওই নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন-Kolkata: BJP-র মশাল মিছিলে উত্তেজনা-ধস্তাধস্তি, 'নাটক করছে' তোপ Firhad-এর 

এদিকে, আদালত ওই তথ্য চাওয়ার পরই রাজ্য সরকার ওই তথ্য দেওয়ার ব্যাপারে সময় চায়। তাতেই ক্ষোভ প্রকাশ করে আদালত। বিচারপতি বলেন, 'ডেটা ছাড়াই রাজ্য স্কুল চালাচ্ছেন! এটার জন্য একটা দিন যথেষ্ট। যদি সেই ডেটা না থাকে, তাহলে সেটা বিস্ময়কর!'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.