৫ নভেম্বর বিজেপি কর্মী মদন ঘড়ুইয়ের দ্বিতীয় ময়নাতদন্ত, করা হবে ভিডিয়োগ্রাফি

১০ নভেম্বরের মধ্যে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে রাজ্যকে।

Reported By: শ্রাবন্তী সাহা | Updated By: Nov 3, 2020, 06:15 PM IST
৫ নভেম্বর বিজেপি কর্মী মদন ঘড়ুইয়ের দ্বিতীয় ময়নাতদন্ত, করা হবে ভিডিয়োগ্রাফি

নিজস্ব প্রতিবেদন : বিজেপি কর্মী মদন ঘড়ুইয়ের মৃত্যুর ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ৫ নভেম্বর দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। 

আদালতের তরফে বলা হয়েছে, ৩ জন চিকিৎসকের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করতে হবে। ময়নাতদন্তের টেবিলে উপস্থিত থাকতে পারবেন পরিবার মনোনীত ২ জন। ১০ নভেম্বরের মধ্যে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে রাজ্যকে। তারপরই হবে পরবর্তী শুনানি। ডিভিশন বেঞ্চেই মামলার পরবর্তী শুনানি হবে।

প্রসঙ্গত, নাবালিকা অপহরণের অভিযোগে অগাস্ট মাসে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে মদন ঘড়ুই নামে এক জনকে গ্রেফতার করে পুলিস। বিজেপির দাবি, ১৩ অক্টোবর তার মৃত্যু হয় পুলিস হেফাজতেই। অন্যদিকে, পুলিসের বক্তব্য, জেল হেফাজতে ছিলেন মদন ঘড়ুই। এই ঘটনায় ময়দানে নামে বিজেপি।

আরও পড়ুন, মহিলার শ্লীলতাহানি, এসএমএস-এ কুপ্রস্তাব, তৃণমূল নেতাকে উত্তমমধ্যম জুতোপেটা!

.