Panskura: রঘুনাথবাড়ি ঢোকার মুখে খুলে বেরিয়ে গেল চাকা, দুমড়ে-মুচড়ে গেল লাইনচ্যুত ৭টি বগি
এদিন হলদিয়া স্টেশন থেকে মালগাড়িটি পাঁশকুড়ার উদ্দেশ্য রওনা দেয়। রঘনাথবাড়ি স্টেশনের কাছে এসে সেটির চাকা খুলে লাইনে থেকে বেরিয়ে যায়
নিজস্ব প্রতিবেদন: যাত্রীবাসী ট্রেন হলে এতক্ষণে অনেক বড় ঘটনা ঘটে যেত। তবে অল্পের জন্য রক্ষা।
পাঁশকুড়ায় লাইন থেকে বেরিয়ে গেল একটি মালবাহী ট্রেন। মঙ্গলবার ওই ঘটনা ঘটে পাঁশকুড়ার রঘুনাথবাড়ি স্টেশনের কাছে। স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে লাইন থেকে বেরিয়ে যায় মালগাড়ির ৭টি বগি। বিকট শব্দে চমকে ওঠেন এসাকার মানুষজন।
আরও পড়ুন-PM Modi: কিছু মানুষ মানবাধিকারের নামে দেশের ক্ষতি করছেন
এদিন হলদিয়া স্টেশন থেকে মালগাড়িটি পাঁশকুড়ার উদ্দেশ্য রওনা দেয়। রঘনাথবাড়ি স্টেশনের কাছে এসে সেটির চাকা খুলে লাইনে থেকে বেরিয়ে যায়। তারপরই লাইনচ্যুত হয়ে ৭টি বগি উল্টে যায়। স্লিপার ভেঙে বেরিয়ে যাওয়া বগিগুলি একটির উপরে অন্যগুলি উঠে পড়ে। তালগোল পাকিয়ে যায় বগিগুলি।
আরও পড়ুন- Nabanna: দুর্গা পুজোর মাঝেই আগুন আতঙ্ক, ভোডাফোনের টাওয়ারে আগুন নবান্নে
রেল সূত্রে খবর, ওই দুর্ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। দুর্ঘটনার পেছনে রয়েছে যান্ত্রিক ত্রুটি। এমনটাই মনে করছেন রেলেই ইঞ্জিনায়ররা। দুর্ঘটনার পরই উদ্ধারকাজে নেমে পড়েন রেলকর্মীরা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)