কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত নিয়ে ফেসবুক পোস্ট করে বিতর্কে জড়ালেন শ্যামল চক্রবর্তী

শ্যামল চক্রবর্তীর ফেসবুক পোস্ট নিয়ে সঙ্গে সঙ্গে বিতর্ক শুরু হয়। তাঁদের দাবি, আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই কী ভাবে দলীয় সিদ্ধান্ত ফেসবুকে ফাঁস করলেন প্রবীণ নেতা। যেখানে ওই পোস্টেই দলীয় সিদ্ধান্ত নিয়ে মুখ খোলার বিরোধিতা করেছেন তিনি। ফলে দলীয় অনুশাসন ভাঙার অভিযোগে শ্যামলবাবুর বিরুদ্ধে সরব হয়েছে সিপিআইএমের একাংশ।

Updated By: Jan 23, 2018, 06:09 PM IST
কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত নিয়ে ফেসবুক পোস্ট করে বিতর্কে জড়ালেন শ্যামল চক্রবর্তী

ওয়েব ডেস্ক: সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাব নিয়ে দলের অন্দরের অসন্তোষ ফাঁস করে দিলেন দলেরই এক প্রবীণ নেতা। মঙ্গলবার বিকেলে এক দীর্ঘ ফেসবুক পোস্টে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে তোপ দাগেন বর্ষীয়ান সিটু নেতা শ্যামল চক্রবর্তী। কেন্দ্রীয় কমিটিতে কী আলোচনা হয়েছে তাও এদিন ফাঁস করে দেন তিনি। এমনকী দলের একাংশের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন তিনি। 

ফেসবুকে শ্যামলবাবু লেখেন, 'কেন্দ্রীয় কমিটির প্রস্তাব নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার চলছে। দল কংগ্রেস ও বিজেপির থেকে সমদূরত্ব রাখার নীতি নিয়েছে বলে যে আলোচনা চলছে তা সঠিক নয়।' তাঁর দাবি, 'কেন্দ্রীয় কমিটিতে গৃহীত প্রস্তাব অনুসারে কোথাও বাম প্রার্থী না থাকলে ধর্মনিরপেক্ষ প্রার্থীকে সমর্থন জানাবে সিপিএম। বিজেপিকে হারানোই হবে মূল লক্ষ্য।' কংগ্রেসের সঙ্গে জোট না করা গেলেও কংগ্রেসের শরিক দলের সঙ্গে জোট করতে কোনও সমস্যা নেই বলে প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানান তিনি। গোটা প্রস্তাব গণশক্তি ও পিপলস ডেমোক্রেসিতে প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি।

 

শ্যামল চক্রবর্তীর ফেসবুক পোস্ট নিয়ে সঙ্গে সঙ্গে বিতর্ক শুরু হয়। তাঁদের দাবি, আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই কী ভাবে দলীয় সিদ্ধান্ত ফেসবুকে ফাঁস করলেন প্রবীণ নেতা। যেখানে ওই পোস্টেই দলীয় সিদ্ধান্ত নিয়ে মুখ খোলার বিরোধিতা করেছেন তিনি। ফলে দলীয় অনুশাসন ভাঙার অভিযোগে শ্যামলবাবুর বিরুদ্ধে সরব হয়েছে সিপিআইএমের একাংশ।

আরও পড়ুন - সমৃদ্ধির সঙ্গে শান্তি চাইলে ভারতে আসুন, দাভোসের মঞ্চ থেকে আহ্বান মোদীর

ওদিকে রাজনৈতিক মহলে জল্পনা, কংগ্রেসের সঙ্গে সরাসরি জোট না করা গেলেও কংগ্রেসের শরিক ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে জোট করায় আপত্তি নেই দলের। কিন্তু কে এই ধর্মনিরপেক্ষ শক্তি, তা নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা। 

 

 

.