Siliguri Leoperd Meat Feast : চিতাবাঘের মাংসে ভূরিভোজ! শিলিগুড়িতে গ্রেফতার আরও ১, আত্মসমর্পণ ৪ জনের

সূত্রের খবর, চিতাবাঘ রেঁধে খাওয়ার ঘটনায়  জড়িত মোট ৩০ জন গ্রামবাসী।

Updated By: Mar 23, 2022, 07:56 PM IST
Siliguri Leoperd Meat Feast : চিতাবাঘের মাংসে ভূরিভোজ! শিলিগুড়িতে গ্রেফতার আরও ১, আত্মসমর্পণ ৪ জনের
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়িতে চিতাবাঘের মাংস রান্না করে খাওয়ার ঘটনায় গ্রেফতার আরও এক (Siliguri Leoperd Meat Feast)। বনদফতরের কাছে আত্মসমর্পণ করেছে আরও ৪ জন। এর আগে ৩ জনকে গ্রেফতার করে তোলা হয় শিলিগুড়ি আদালতে। এরপর আরও একজনকে গ্রেফতার করা হল।

চিতাবাঘের মাংসে ভুরিভোজ!
চলতি মাসের ১১ তারিখ শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের কমলা চা বাগানের ধারের বিশাল ভূরিভোজে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। চিতাবাঘের মাংস রান্না করে চলে জমিয়ে খাওয়া দাওয়া (Siliguri Leoperd Meat Feast)। এরপরই ওই ঘটনায় গ্রেফতার করা হয় ৩ জনকে। এবার সেই ঘটনাতেই উঠে আসল চাঞ্চল্যকর তথ্য। 

ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, এই ঘটনায় কার্যত গোটা গ্রাম জড়িত। এরপর বুধবার আরও একজনকে গ্রেফতার করে পুলিস। এখনও পর্যন্ত মোট ১২ জন অভিযুক্তের নাম নথিভুক্ত হয়েছে। যাদের মধ্যে গ্রামের মহিলাদের সহযোগিতায় আত্মসমর্পণ করেছেন ৪ জন। সূত্রের খবর, চিতাবাঘ রেঁধে খাওয়ার ঘটনায়  জড়িত মোট ৩০ জন গ্রামবাসী।

আরও পড়ুন, Siliguri Murder: নেশগ্রস্ত ছেলেকে দেখে প্রবল বকাবকি করেন মা, তাতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

Tarkeshwar: গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টা! ফের নিশানায় তৃণমূল কাউন্সিলর

Bagdogra Airport: উহান ফেরত বিমানযাত্রীর 'অস্বাভাবিক' মৃত্যু বাগডোগরা বিমানবন্দরে, জোর চাঞ্চল্য

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.