‘সন্দেশখালিতে দাঁত ফোটাতে পারবে না বিজেপি,সবই মুকুল রায়ের প্ল্যান’,অকপট ন্যাজাটকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহান

ন্যাজটকাণ্ডে ইতিমধ্যেই তিনটি মামলা রুজু হয়েছে। তৃণমূল ব্লক সভাপতি শেখ শাহজাহান ও তৃণমূলনেতা বাবু মাস্টারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। খুনের অভিযোগ দায়ের করেছেন নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী।

Updated By: Jun 10, 2019, 04:12 PM IST
‘সন্দেশখালিতে দাঁত ফোটাতে পারবে না বিজেপি,সবই মুকুল রায়ের প্ল্যান’,অকপট ন্যাজাটকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহান

নিজস্ব প্রতিবেদন: ‘ সন্দেশখালিতে দাঁত ফোটাতে পারবে না বিজেপি। যা হচ্ছে তা মুকুল রায়ের প্ল্যান।’ জি ২৪ ঘণ্টার সাংবাদিককে ফোনে এমনটাই জানালেন ন্যাজাটকাণ্ডে অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি শেখ শাহজাহান।

 

ন্যাজটকাণ্ডে ইতিমধ্যেই তিনটি মামলা রুজু হয়েছে। তৃণমূল ব্লক সভাপতি শেখ শাহজাহান ও তৃণমূলনেতা বাবু মাস্টারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। খুনের অভিযোগ দায়ের করেছেন নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী।

সরকারি প্রকল্পগুলির নজরদারিতে গঠিত হচ্ছে ‘গ্রিভ্যান্স সেল’, অভিযোগ জানাতে চালু হল টোল ফ্রি নম্বর

এই প্রসঙ্গে জি ২৪ ঘণ্টার তরফে শেখ শাহজাহানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘‘সন্দেশখালিতে বিজেপি   দাঁত ফোটাতে পারবে না। তাই আমার আর বাবু মাস্টারের বিরুদ্ধে  FIR করা হয়েছে। এটা মুকুল  রায়ের  প্ল্যান।’’ তিনি আরও বলেন, ‘‘মানুষ  পালাচ্ছে  না, গ্রামে সবাই একসঙ্গেই রয়েছে।’’

এদিকে, ন্যাজাটকাণ্ডেই অপহরণের মামলা করেছেন নিখোঁজ দেবদাস মণ্ডলের স্ত্রী। এদিকে স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে তৃণমূল।

সোমবারও থমথমে ন্যাজাট। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ন্যাজাটকাণ্ডে রিপোর্ট জমা দেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।  রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি বলেন, "আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আমার যা বলার ছিল, সবটাই বলে দিয়েছি। এখন এটা সিদ্ধান্তগ্রহণ সম্পূর্ণরূপে তাঁদের উপর নির্ভর করছে।"

.