Soumitra Khan | Arjun Singh: ভোটের পর প্রথম বৈঠকেই 'বেসুরো' সৌমিত্র-অর্জুন! সুকান্তর কটাক্ষ, 'মমতা CPIM-র ছাত্রী'...
Bengal BJP Meet: বিজেপি নতুন-পুরোনো মিলিয়ে একই স্রোত। লক্ষ্মীর ভান্ডার হয়তো প্রভাব ফেলেছে! কিন্তু মানুষকে বোঝাতেই হবে যে...
মৌমিতা চক্রবর্তী: বঙ্গ বিজেপির বৈঠকে 'বেসুরো' বাজলেন সৌমিত্র খাঁ। একই পথে হাঁটলেন অর্জুন সিংও। লোকসভা ভোটের ফল প্রকাশের পর আজ প্রথম রাজ্য কমিটির বর্ধিত বৈঠকে বসেছে বঙ্গ বিজেপি। অথচ এদিনও বিতর্কিত মন্তব্য বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের। সৌমিত্র বলেন, "নেতারা বলবে, আমি নীচে বসে শুনব।" ওদিকে আজকের বৈঠক নিয়ে কটাক্ষ করেছেন অর্জুন সিংও। অর্জুন সিং বলেন, "ঢাক কেন বাজছে জানি না। এটা ঢাক বাজার, সেলফি তোলার মিটিং নয়। ডেডিকেশনের অভাব আছে।"
প্রসঙ্গত, আজকের বৈঠকে সব জেলা সভাপতিরা ছাড়াও প্রভারি, ইনচার্জ, কো ইনচার্জরা উপস্থিত রয়েছেন। ভোটের ফল নিয়ে রাজ্যের সব স্তরের নেতাদের মতামত শুনবেন কেন্দ্রের নেতারা। দেশ জুড়েই এমন বৈঠক হচ্ছে। তবে বাংলার বৈঠক যে গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখেনা। কারণ, বাংলার গেরুয়া শিবির কেন্দ্রের বেঁধে দেওয়া ৩৫ আসনের লক্ষ্যমাত্রা ছোঁয়া তো দূরে থাক, তার ধরেকাছেও পৌঁছাতে ব্যর্থ হয়েছে। উলটে এবার সাংসদ সংখ্যা ১৮ থেকে কমে হয়েছে ১২। 'বিকশিত ভারত' সহ পদ্ম শিবিরের কোনও কৌশল-ই এবার ভোটে কাজে লাগেনি। তাই আজকের বৈঠকের পর বঙ্গ বিজেপি কী স্ট্র্যাটেজি নেয়, সেদিকে তাকিয়ে সব মহল।
উল্লেখ্য, এদিন বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আমরা পরিশ্রম করেছি। ১২টা পেয়েছি। সংখ্যা তত্ত্বে পিছিয়ে গিয়েছি, এটা স্বীকার করতে অসুবিধা নেই। কিন্তু বিজেপি হেরে গেলেও, হারিয়ে যায়নি। পরাজয় থেকে শিক্ষা নেব। অনেক কর্যকর্তা পরিশ্রম করেছেন। অনেক নেতা এমন আছেন, যারা হেরে গিয়েছেন, কিন্তু খারাপ সময়েও পিছপা হননি। প্রাক্তন সকল সভাপতিদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। বিভ্রান্ত হবেন না। বিজেপি নতুন-পুরোনো মিলিয়ে একই স্রোত। গঙ্গার মতো বিজেপি। এই লোকসভা ভোট স্টপেজ হতে পারে, কিন্তু এটা লক্ষ্য নয়। নবান্নে আমাদের যেতে হবে।"
সুকান্ত আরও বলেন, "২৬-এর বিধানসভা ভোটকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। রক্তক্ষরণ হয়ত কিছু হয়েছে, তাও এগিয়ে যেতে হবে। ৬৯টি পুরসভাতে এগিয়ে আছে বিজেপি। উত্তর কলকাতায় ২৪টা ওয়ার্ডে এগিয়ে। আমাদের ঘরে বসে থাকলে হবে না, রাস্তায় নামতে হবে। তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে। কিছু মানুষ হয়ত ১০০০ টাকার মোহতে ভোট দেয়নি! লক্ষ্মীর ভান্ডার হয়তো প্রভাব ফেলেছে! কিন্তু মানুষকে বোঝাতেই হবে যে, মা হয়ত ১০০০ টাকা পাচ্ছেন, কিন্তু বিদ্যুৎ বিল কিংবা ছেলের চাকরি হচ্ছে না। ঘুরিয়ে অনেক টাকা নিয়ে নিচ্ছে।"
এদিন সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'সিপিআইএম-এর আদর্শ ছাত্রী' বলেও কটাক্ষ করেন। এদিকে একদিকে যখন, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সায়েন্সসিটি অডিটোরিয়ামে প্রথম রাজ্য কমিটির বর্ধিত বৈঠকে বসেছে বঙ্গ বিজেপি, তখনই অন্যদিকে "বিজেপি বাঁচাও মঞ্চ"-এর নামে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপির-ই একটা অংশ। মুরলীধর লেনে, যেখানে বঙ্গ বিজেপির সদর কার্যালয়, সেখানেই তাদের এই কর্মসূচি হওয়ার কথা।
আরও পড়ুন, Malda: বিবাহ বিচ্ছেদের পর ফের বিয়ে! পরকীয়া ভেবে দম্পতির উপর চলল 'নারকীয়' নির্যাতন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)