চোর সন্দেহে বেধরক গণপিটুনি, মদ্যপদের হাতে খুন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি
ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আউশগ্রাম থানায় এফ আই আর দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদন: শনিবারবার সকালে বাড়ি থেকে বেরিয়ে হরিনাম শুনতে গিয়েছিল মানসিক ভারসাম্যহীন শঙ্কর। তবে আর বাড়ি ফেরা হলনা শঙ্করের। ফিরল তাঁর মৃতদেহ। চোর সন্দেহে গনপিটুনিতে মৃত্যু হয়েছে শঙ্কর ঘোষের (৪২)। ঘটনাটি ঘটেছে পূর্ববর্ধমানের আউশগ্রামের রাঙাখিলা গ্রামে। পরিবার এবং স্থানীয় সূত্রে খবর, কয়েকবছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি।
আরও পড়ুন: 'TMchhi'! মন্ত্রিত্ব গ্রহণের পরদিনই টুইটারে বেনজির ব্যঙ্গাত্মক আক্রমণ বাবুলের
এদিন রাতে স্থানীয়রা শঙ্করকে গ্রামের হরিবাসরের আসরে দেখতে পান। সেখানে কিছুক্ষণ হরিনামও শোনেন শঙ্কর। এরপর রাত প্রায় সাড়ে দশটার সময় হরিবাসর থেকে উঠে রাঙাখিলা গ্রামের আদিবাসীপাড়ায় ঢুকে যান শঙ্কর। সেখানে একটি বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান ছিল। সেখানেই তাঁকে ইতস্তত ঘুরতে দেখে চোর সন্দেহে বেধরক মারধর করে পাড়ার মদ্যপ লোকজন। এরপর একটি ক্লাবঘরের সামনে তাকে ফেলে রেখা হয়েছিল। রবিবার সকালে পুলিশ দেহটি উদ্ধার করে।
ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আউশগ্রাম থানায় এফ আই আর দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।