না অপারেশনেই পেরেক বেরোল শিশুর পেট থেকে, অসম্ভবকে সম্ভব করল এসএসকেএম

শিশুর এক্সরে করে দেখা হয় পেরেকের অবস্থান। পেরেকটি শিশুর পাকস্থলীর কাছে এসে আটকে যায়। তখনই অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিত্সকেরা। 

Updated By: Dec 20, 2017, 05:25 PM IST
না অপারেশনেই পেরেক বেরোল শিশুর পেট থেকে, অসম্ভবকে সম্ভব করল এসএসকেএম

নিজস্ব প্রতিবেদন:  না অপারেশনেই সাফল্য। পেরেক বেরোল শিশুর পেট থেকে। এই অসম্ভবকে সম্ভব করলেন এসএসকেএমের চিকিত্সকেরা।

আরও পড়ুন: 'নীতি ভাঙিনি' দলবদল নিয়ে মুখ খুললেন মানস

শনিবার খেলতে খেলতে পেরেক গিলে ফেলে দক্ষিণ দিনাজপুরের তপনের বাসিন্দা বছর দেড়েকের ঋতধ ঘোষ। বুকে পেরেক আটকানো অবস্থায় দুটি জেলার দুটি বড় হাসপাতাল ঘুরে তাকে এসএসকেএমে নিয়ে আসেন তার বাবা-মা। প্রায় চার ঘণ্টা বসিয়ে রাখা হয় ঋতধকে। চব্বিশ ঘণ্টায় খবর সম্প্রচারের পর শিশুকে এসএসকেএমের অ্যালেক্স ওয়ার্ডে ভর্তি করা হয়। তার চিকিত্সা শুরু হয়। এত ছোট শিশুর অপারেশনের ঝুঁকি নেননি চিকিত্সকেরা। বারবার শিশুর এক্সরে করে দেখা হয় পেরেকের অবস্থান। পেরেকটি শিশুর পাকস্থলীর কাছে এসে আটকে যায়। তখনই অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিত্সকেরা। আজ সেই অপারেশন হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: ত্রিকোণ প্রেম! কালীঘাটে নিখোঁজ ঘাটশিলার তরুণীর দেহ উদ্ধার ঘিরে রহস্য

শেষ চেষ্টা হিসেবে গতকাল রাতে শিশুর পায়ুদ্বার দিয়ে দেওয়া হয় ওষুধ। তাতেই কেল্লাফতে। দেড় ইঞ্চি পেরেক বেরিয়ে আসে শিশুর পেট থেকে। আজ শিশুকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।  

.