৩ মাস পর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নামল ১৫০০র নীচে, মৃত্যু ২৯ জনের

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৮০ জন

Edited By: অনুসূয়া বন্দ্যোপাধ্যায় | Updated By: Jun 30, 2021, 11:10 PM IST
৩ মাস পর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নামল ১৫০০র নীচে, মৃত্যু ২৯ জনের

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ধীরে ধীরে কমছে। মৃত্যুর সংখ্যাতেও রাশ টানা হয়েছে বেশ খানিকটা। বুধবারের স্বাস্থ্য বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭৮ জন। মৃত্য়ু হয়েছে ২৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৮০ জন।

রাজ্যে বিধি নিষেধ বাড়ানো হয়েছে ১৫ জুলাই পর্যন্ত। কার্যত লকডাউন হওয়ার আগে পর্যন্ত  সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গিয়েছিল কলকাতা এবং উত্তর ২৪ পরগণায়। আপাতত তা বাগে আনা গিয়েছে। একদিনে কলকাতায় সংক্রমিত ১৩৫ জন। উত্তর ২৪ পরগণায় ১৫৪ জন। সংক্রমণ আটকাতে এখনও বন্ধ লোকাল ট্রেন। 

আরও পড়ুন: 'মেড ইন ইন্ডিয়া' Covaxin-য়েই কামাল, খতম আলফা থেকে ডেল্টা করোনা, বলছে মার্কিন গবেষণা

তিন মাস পর ১৫০০ র নীচে নামল আক্রান্তের সংখ্যা। গত ১ এপ্রিল আক্রান্তের সংখ্য়া ছিল ১২৭৪ যা ১৫০০ র নীচে। সেদিন ২৫৭৬৬ জনের টেস্ট হয়েছিল। মৃত্যু হয়েছিল ২জনের। সেখানে বুধবার ৫৩৯৫০ জনের টেস্ট হয়েছে, সেখানে আক্রান্ত ১৪৭৮ জন, যা কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। এদিকে দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই রাজ্যে তৃতীয় ঢেউ আসার চিন্তায় দিন গুনছেন সাধারণ মানুষ। এরই মধ্যে রাজ্যে বাড়ল শিশুদেহে করোনা প্রভাব, এবার তা চিন্তা বাড়াচ্ছে। গত চার দিনে পূর্ব মেদিনীপুর জেলার শিশু হসপিটালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৮ শিশু। যা চিন্তা বাড়াচ্ছে সব মহলে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.