শিক্ষামূলক ভ্রমণে গিয়ে জলে ডুবে মৃত্যু কিশোরের
![শিক্ষামূলক ভ্রমণে গিয়ে জলে ডুবে মৃত্যু কিশোরের শিক্ষামূলক ভ্রমণে গিয়ে জলে ডুবে মৃত্যু কিশোরের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/10/08/95504-ljlfdjlfdjlfdjjfdjdfljdfjld.jpg)
ওয়েব ডেস্ক : শিক্ষামূলক ভ্রমণে গিয়ে নেমে এল চরম পরিণতি। জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। হিঙ্গলগঞ্জের মালেকানঘুমটির ঘটনা। পুলিস ঘটনার তদন্তে নেমেছে।
আরও পড়ুন- রহস্যজনকভাবে এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মৃত্যু অধ্যাপিকার
জানা গেছে, দমদম থেকে মালেকানঘুমটিতে শিক্ষামূলক ভ্রমণে যায় কিশোর ভারতী স্কুলের একদল ছাত্র। সেই দলেই ছিল রাজর্ষি দাস নামে ওই কিশোর। এলাকার বাসিন্দা কৃষ্ণপদ মণ্ডলের বাড়িতে থাকার ব্যবস্থা করা হয় ছাত্রদের। তারপর থেকেই রাজর্ষির খোঁজ মিলছিল না। গতকাল বিকেলে আচমকাই বাড়ির পুকুরে রাজর্ষির দেহ ভাসতে দেখা যায়। জলে ডুবে নাকি অন্যকোনও কারণে রাজর্ষির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিস। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।