পরীক্ষার থেকে বড় বিষয় ছাত্র-ছাত্রী, শিক্ষকদের সুস্থ রাখা: পার্থ চট্টোপাধ্যায়

জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার সাংবাদিক সম্মেলনে পরীক্ষা সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বাড়ির কাছাকাছিই পরীক্ষাকেন্দ্র রাখতে চায় রাজ্য়, এদিন এমনটাই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। 

Updated By: May 31, 2020, 11:48 PM IST
পরীক্ষার থেকে বড় বিষয় ছাত্র-ছাত্রী, শিক্ষকদের সুস্থ রাখা: পার্থ চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন: ৩০ জুন পর্যন্ত বন্ধ স্কুল কলেজ। কিন্তু স্কুল খুললেই শুরু হবে পরীক্ষা। পড়ুয়াদের সুরক্ষার এবং যাতায়াতের  কথা মাথায় রেখে পরীক্ষা কেন্দ্র যতটা সম্ভব বাড়ির কাছাকাছি করার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দফতর, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার একটি সাংবাদিক সম্মেলনে পরীক্ষা সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বাড়ির কাছাকাছিই পরীক্ষাকেন্দ্র রাখতে চায় রাজ্য়, এদিন একথাও জানান তিনি। 

পরীক্ষার থেকে বড় বিষয় ছাত্র-ছাত্রী শিক্ষকদের সুস্থ রাখা।
৩০ জুন পর্যন্ত বন্ধ থাকছে স্কুল কলেজ।
৭ হাজার স্কুলে পরিযায়ী শ্রমিকরা রয়েছেন। এরমধ্যে যাঁরা রাজনীতি করবে তাঁদের দায়িত্ববোধ নেই। 
হঠাৎ করে কেন্দ্র লকটাউন বাড়িয়েছে, দায়িত্ব নিতে হবে কেন্দ্রকেই।
পরিযায়ীদের পরিকল্পনা মাফিক আনা উচিৎ ছিল।
স্বাস্থ্যবিধি মানতে পরীক্ষা কেন্দ্রে বাড়ানো হতে পারে

পাশাপাশি এদিন কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দাগেন শিক্ষামন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে কোনও পরিকল্পনা না করেই লকডাউন করা হয়েছিল। এর দায় নিতে হবে কেন্দ্রকেই, এমনই মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়ের। নোটবন্দি, জিএসটি-র মতো আচমকা সিদ্ধান্ত নেওয়া হয়েছে লকডাউন ঘোষণায়। যার ফল ভুগছে দেশ। এও অভিযোগ করেন পার্থ চট্টোপাধ্যায়। 

.