আচমকা ঘূর্ণাবর্ত থেকে বসন্তে বৃষ্টি!

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জের। সঙ্গে দোসর পশ্চিমীঝঞ্ঝা। এর জেরেই সোমবার দিনভর কলকাতা সহ পাশ্ববর্তী এলাকায় বইবে ঝোড়ো হাওয়া।

Updated By: Mar 5, 2018, 11:02 AM IST
 আচমকা ঘূর্ণাবর্ত থেকে বসন্তে বৃষ্টি!

নিজস্ব প্রতিবেদন:  বসন্তে বৃষ্টির পূর্বাভাস। সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: 'প্রেমিক'-এর সঙ্গে আঁতাত করে মদ খাইয়ে স্বামীকে খুনের চেষ্টা স্ত্রীর!

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জের। সঙ্গে দোসর পশ্চিমীঝঞ্ঝা। এর জেরেই সোমবার দিনভর কলকাতা সহ পাশ্ববর্তী এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। কলকাতা ছাড়াও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার। পশ্চিমের জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানাল হাওয়া অফিস।  বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও। 

আরও পড়ুন: 'স্কুল শিক্ষক'-এর সঙ্গে বিয়ের সম্বন্ধ এনেছিল ঘটক! খোঁজ নিতেই ফাঁস আসল পরিচয়

আবহাওয়াবিদরা বলছেন, বসন্তে সচরাচর এমন ঘটনা ঘটে না। কিছু কিছু ক্ষেত্রে বায়ুমণ্ডলের দুই স্তরে তাপমাত্রার ফারাকে এমন ঘটনা ঘটতে দেখা যায়। কয়েক বছর আগে এমন বজ্রগর্ভ মেঘ থেকেই ফেব্রুয়ারিতে মালদহে শিলাবৃষ্টি হয়েছিল বলে হাওয়া অফিস সূত্রের খবর।

.