Dinhata: পাহাড় সমস্যার মূলে GTA, এর জন্য দায়ী তৃণমূল, দিনহাটায় মমতাকে নিশানা সুকান্ত মজুমদারের

তিনি আরও বলেন, পাহাড়ে দিদিমনির একজন পুলিস অফিসার গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই ঘটনার মূল অপরাধী দিদির কোলে বসে হাওয়া খাচ্ছে

Updated By: Oct 26, 2021, 07:41 PM IST
Dinhata: পাহাড় সমস্যার মূলে GTA, এর জন্য দায়ী তৃণমূল, দিনহাটায় মমতাকে নিশানা সুকান্ত মজুমদারের

নিজস্ব প্রতিবেদন: এতদিন পরে মুখ্যমন্ত্রীর মনে হল জিটিএ এর মত একটি সংস্থার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে! এর কোনও অডিট হয়নি! জিটিএ গঠন নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। 

দিনহাটা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের প্রচারে দিনহাটায় আজ প্রচার করেন সুকান্ত মজুমদার। প্রচার শেষে এক সাংবাদিক সম্মেলনে জিটিএ নিয়ে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এনিয়ে সুকান্তবাবু বলেন,  যারা জিটিএর প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া বাঞ্চনীয়। এনিয়ে ৪ বছর পর বোধোদয় হয়েছে মমতার। তাই ভোট করাতে চাইছেন। কারো কারো বুঝতে সময় বেশি লাগে। মুখ্যমন্ত্রীর সময় বেশি লাগল। ভোটটা ভোটের মত হওয়া উচিত। দিদিমনি ভোট বলতে  যা বোঝেন সেই টাইপের ভোট হলে মুশকিল। প্রকৃত নির্বাচন হওয়া উচিত৷

আরও পড়ুন-Kolkata: শহরে ফের অ্যাপ ক্যাব চালকের দৌরাত্ম্য, দম্পতিকে মারধর-হেনস্থা!

তিনি আরও বলেন, পাহাড়ে দিদিমনির একজন পুলিস অফিসার গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই ঘটনার মূল অপরাধী দিদির কোলে বসে হাওয়া খাচ্ছে। যারা সেদিন রক্ত ঝড়িয়েছিল। একজন তরুণ পুলিস অফিসারের মৃত্যু যাদের জন্য হয়েছিল তাদের শাস্তির ব্যবস্থা করুন। কারণ মূল অভিযুক্তের উপর থেকে মামলা তুলে নিছে সরকার। তাহলেই সব অশান্তি থেমে যাবে ৷ জিটিএ তৈরির মধ্যে গন্ডোগোলের বীজ লুকিয়ে ছিল। এর কারিগর তৃণমূল।

আরও পড়ুন- DeshKaZee:  বম্বে হাইকোর্টে ধাক্কা খেল Invesco, EGM ডাকার আর্জিতে সাময়িক স্থগিতাদেশ আদালতের

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এদিন বলেন, ভাইরাস যে কত বড় জিনিস বোঝার ধারনা মমতার নেই। কারণ একসময় এই মমতাই বলেছিলেন ভাইরাস নয়, দিল্লি দাঙ্গা থেকে নজর ঘোরাতেই ভাইরাসের কথা বলা হচ্ছে। আমরা জানি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় ভাইরাস। টাকা জোচ্চুরি, কাটমানি এই সংস্কৃতির হেড অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি বাংলার রাজনীতিকে কলুষিত করছেন ৷ 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.