তোলাবাজ ভাইপো হঠাও, বাংলাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতেই হবে: Suvendu

এ দিন সভায় শুভেন্দু বলেন,' কলকাতা ও দিল্লিতে একই দলের সরকার থাকুক। 

Updated By: Dec 19, 2020, 04:55 PM IST
তোলাবাজ ভাইপো হঠাও, বাংলাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতেই হবে: Suvendu

নিজস্ব প্রতিবেদন: বাংলাকে তুলে দিতে হবে নরেন্দ্র মোদীর হাতে। তোলাবাজ ভাইপো হঠাও। মেদিনীপুরের সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শনিবার নতুন দলে যোগ দিয়ে ২০২১ সালে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন।   

এ দিন সভায় শুভেন্দু (Suvendu Adhikari) বলেন,' কলকাতা ও দিল্লিতে একই দলের সরকার থাকুক। অর্থনীতি শেষ। বেকারদের চাকরি নেই। টেটে দুর্নীতি হয়েছে। নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দিতেই হবে। আপনাদের সঙ্গে আমি কাল থেকে লেগে পড়ব। তোলাবাজ ভাইপো হঠাও, তোলাবাজ ভাইপো হঠাও।' শুভেন্দুর সঙ্গে বিজেপি নেতা থেকে সভায় উপস্থিত জনতাও সোচ্চারে বলে ওঠে, 'তোলাবাজ ভাইপো হঠাও।'

শুভেন্দু আসায় বিজেপির বর্তমান নেতৃত্ব কোণঠাসা মনে করতে পারে, সেই আশঙ্কা মাথায় রেখে শুভেন্দু আশ্বস্ত করেন,'শুভেন্দু মাতব্বরি করতে আসেনি। আপনাদের উপরে খবরদারি করবে না। পার্টি যা নির্দেশ দেবে তাই করব। পতাকা লাগাতে বললে লাগাব। দেওয়াল লিখন করতে দিলে করব। ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি।' 

বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত তকমা দিয়ে নিশানা করছে তৃণমূল। সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন,'কেন্দ্রীয় সরকারের মন্ত্রী অমিত শাহ, বিজেপি নেতা শিবপ্রকাশজিকে বহিরাগত বলছেন। আগেও বলেছি। আজ আবার বলছি, আমরা আগে ভারতীয়, তারপর বাঙালি। এই বহুত্ববাদ নষ্ট করতে দেব না।' 

আরও পড়ুন- Amit Shah আমার দাদা, ২০১৪ সালে দর্শন দিয়েছিলেন: Suvendu; 'ভাই' সম্বোধন অমিতের

.