Suvendu Adhikari: শুভেন্দু এদিন বলেন, সিঙ্গুরে না হল শিল্প না হল কৃষি। দুই হাজার ছেলে কাজে ঢুকেছিল। প্রমোটিং জমি ভরাট করে বেচারাম মান্না কোটি কোটি টাকার মালিক
বিধান সরকার ও নির্মল পাত্র: সিঙ্গুরে জমির সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ক্ষমতায় এলে টাটাদের হাতে-পায়ে ধরে সিঙ্গুরে নিয়ে আসব। প্রয়াত রতন টাটাকে শ্রদ্ধা জানাতে শুক্রবার সিঙ্গুরে একটি সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি ওই কথা বলেন। পাল্টা দিয়েছেন বেচারাম মান্না। তিনি বলেন, শুভেন্দু গিরগিটি প্রজাতির নেতা। দাদা থেকে দাদু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী হতে পারবে না।
আরও পড়ুন-বিরোধীরা এখনও অন্য ইস্যুতে, ৬ উপনির্বাচনের প্রার্থীও প্রায় চূড়ান্ত করে ফেলল তৃণমূল!
শুভেন্দু এদিন বলেন, সিঙ্গুরে না হল শিল্প না হল কৃষি। দুই হাজার ছেলে কাজে ঢুকেছিল। প্রমোটিং জমি ভরাট করে বেচারাম মান্না কোটি কোটি টাকার মালিক। এক পকেটে পুলিস। পুলিশ যদি সরিয়ে দেয় ওর পিঠের চামড়াটা কাল লোক তুলে দেবে।
তৃণমূলকে নিশানা করার পাশাপাশি সিপিএমের বিরুদ্ধেও তোপ দাগেন শুভেন্দু। তিনি বলেন, সিপিএম মমতাকে সিঙ্গুরে ঢোকার সুযোগ করে দিয়েছিল। সিপিএমের জন্য মমতা এখানে ঢুকতে পেরেছিল। বেশির ভাগচাষি চেক নিয়েছিলেন। কিন্তু বর্গাদারকে টাকা দিতে চায়নি সিপিএম। বর্গাদারদের ক্ষতিপূরণ না দেওয়া সিপিএমের বড় ভুল। বর্গাদারের লাঠি মারল আর মমতা ঢুকল সিঙ্গুরে। জাতীয় সড়ক বন্ধ করে নেচেছে, গেয়েছে। বুদ্ধবাবু যদি মমতাকে মেরে তুলে দিতেন, তাহলে সিঙ্গুরের এই অবস্থা হত না। জ্যোতিবাবু থাকলে হত না এমন।
এর পাল্টা বেচারাম মান্না বলেন, শুভেন্দু অধিকারীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলার মানুষ জানে শুভেন্দু অধিকারী একজন বিশ্বাসঘাতক গিরগিটি প্রজাতির নেতা। কারন ও ভুলে গেছে ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে ১৪ দিনের যে অবস্থান হয়েছিল দুর্গাপুর রোডের পাশে এখানে শুভেন্দু অধিকারী ও তার বাবা শিশির অধিকারী মমতা ব্যানার্জির সেই ধরনা মঞ্চে বক্তব্য রেখেছিলেন। বলেছিলেন সিপিএম এর দালাল। আজকের সিঙ্গুরের বুকে দাঁড়িয়ে টাটাকে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছেন। যদি শ্রদ্ধাঞ্জলি দিতেই হয় কাঁথির শান্তি কুঞ্জে নিজেদের লোক নিয়ে দেওয়া উচিত। শুভেন্দু অধিকারী যে গিরগিটি প্রজাতি মিথ্যুক তার সিঙ্গুরের মানুষ বেশি বোঝে। বেশি বোঝে বলেই আজ তার সভায় সিঙ্গুরের লোক হয়নি। বাইরে থেকে হাজার খানেক লোক নিয়ে এসে অশান্তি করার চেষ্টা করছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
BRN
(19 ov) 89
|
VS |
TAN
90/0(10.1 ov)
|
Tanzania beat Bahrain by 10 wickets | ||
Full Scorecard → |
GER
(20 ov) 219/7
|
VS |
MAW
182/7(20 ov)
|
Germany beat Malawi by 37 runs | ||
Full Scorecard → |
AUS
(70.3 ov) 225 (37 ov) 121
|
VS |
WI
143(52.1 ov) 27(14.3 ov)
|
Australia beat West Indies by 176 runs | ||
Full Scorecard → |