দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে ছাড়ব, বিধায়ক-ভাঙনের শঙ্কায় হুঁশিয়ারি Suvendu-র!

দলত্যাগ বিরোধী আইন মেনে দলবদল করতে হবে বলে জানালেন শুভেন্দুর (Suvendu Adhikari)।   

Updated By: Jun 12, 2021, 11:00 PM IST
দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে ছাড়ব, বিধায়ক-ভাঙনের শঙ্কায় হুঁশিয়ারি Suvendu-র!

নিজস্ব প্রতিবেদন: কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় (Mukul Roy) শুক্রবার যোগ দিয়েছেন তৃণমূলে। মুকুল দলত্যাগ করলেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। সেদিকে ইঙ্গিত করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) হুঁশিয়ারি দেন,''মুকুলবাবুকে দিয়ে শুরু করলেন। আইনের ঊর্ধ্বে মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ বিধানসভা নয়। ভারতের আইনমন্ত্রী রবিশঙ্করপ্রসাদের সঙ্গে বিস্তারিত কথা বলেছি। দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে ছাড়ব।''

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু (Suvendu Adhikari) এ দিন বলেন,''২০১২ সাল থেকে বিধায়ক ভাঙা ও বিরোধী দলকে শেষ করা শুরু করেছেন। আগে কংগ্রেস ও সিপিএম টার্গেট ছিল। এখন সেটাই বিজেপির সঙ্গে করতে চান। ওঁর এটা দীর্ঘদিনের রোগ। ওঁর রাজত্বে কোনও বিরোধী শক্তিকে রাখতে চান না। গণতন্ত্র মানেন না। সে জন্য স্কুলের নির্বাচন তুলে দিয়েছেন। ৪ বছর কলেজের ছাত্র সংসদের ভোট করেননি। ২-৩ বছর ধরে ১১০টা পুরসভায় নির্বাচন হয়নি। পঞ্চায়েত নির্বাচনের নামে প্রহসন ও লুঠ করেছেন। গণনাকেন্দ্র দখল করছেন উনি।'' 

এর আগেও বিরোধী দল থেকে মানস ভুঁইয়ার মতো একাধিক বিধায়ক এসেছেন তৃণমূলে (TMC)। কিন্তু সেই সব বিধায়কদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি ঝুলে ছিল। ওই প্রসঙ্গ তুলে এবার দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে ছাড়বেন বলে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর কথায়,''কে যাবে না যাবে সেটা বড় কথা নয়। মাননীয়া ও তাঁর দল শুনে রাখুন স্পিকার হাতে থাকায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। আমি বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, পদ্ধতি জানি। আমি কার্যকর করে দেখাব। ২-৩ মাস লাগতে পারে। দলত্যাগ বিরোধী আইন মেনে দলবদল করতে হবে।''

মুকুলের যোগদান মঞ্চেই শুক্রবার তৃণমূল নেত্রী জানান, আরও অনেকে বিজেপি ছেড়ে আসবেন। বিধায়করা কি আসবেন, তা ভাঙতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুকুল রায় বেশ কয়েকজন বিজেপি বিধায়কের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে খবর। ফলে ভাঙনের আশঙ্কায় শুভেন্দু অধিকারী দলত্যাগ বিরোধী আইনের প্রসঙ্গ তুললেন বলে মত অনেকের। 

মুকুলের প্রস্থান প্রসঙ্গে শুভেন্দু বলেন,''বিজেপির কর্মী-সমর্থক কেউ বিচলিত নন। এই দলে সমর্থনের ভিত্তি ব্যক্তিকেন্দ্রিক নয়। বিচারধারা ও আদর্শের জন্য সমর্থন করেন। আমি চিন্তিত নই। কোনও মন্তব্য করব না। দলের তরফে জয়প্রকাশ মজুমদার ও দিলীপ ঘোষ বলেছেন। সেটাই সকলের মত।''     

আরও পড়ুন- 'দলে ফিরতে চাই' আর্জি Rajib-র, Mamata-কে জানাব, বললেন Kunal

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

.