'যাঁরা অতীতকে ভুলে যান, তাঁদের ভবিষ্যত অন্ধকার', বিস্ফোরক শুভেন্দু! বিঁধলেন কাকে?
সেই আন্দোলনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সৈনিক ছিলেন শুভেন্দু অধিকারী।
নিজস্ব প্রতিবেদন : ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে শুভেন্দু। তাঁর একটা মন্তব্য। আর সেই মন্তব্যকে কেন্দ্র করেই উস্কে উঠেছে বিতর্ক।
এদিন নন্দীগ্রামের সোনাচূড়ায় নিশিকান্ত মণ্ডলের স্মরণসভা ছিল। সেই স্মরণসভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। সেই স্মরণসভায় শুভেন্দু বলেন, "অনেকে আছেন যাঁরা অতীতকে ভুলে যান। আমি শুভেন্দু অধিকারী বলছি যাঁরা অতীতকে ভুলে যান, তাঁদের ভবিষ্যত উজ্জ্বল হতে পারে না! তাঁদের ভবিষ্যত অন্ধকার হবে। এটাই চিরন্তন সত্য।"
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে কেন্দ্র করেই দানা বেঁধেছে বিতর্ক। কাদের উদ্দেশে একথা বললেন শুভেন্দু? শুভেন্দুর বক্তব্যের নিশানায় কে? কেন বললেন একথা? শুরু হয়েছে জোরদার জল্পনা। প্রসঙ্গত ২০০৭ সালে নন্দীগ্রামে জমি আন্দোলনকে কেন্দ্র করে তৃণমূলের উত্থানের শুরু। সেই আন্দোলনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সৈনিক ছিলেন শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামে জমি আন্দোলনের ঢেউ গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছিল। রাজ্য রাজনীতির পট পরিবর্তনে যা মুখ্য ভূমিকা নিয়েছিল। রাজ্যে বাম দুর্গের পতন হয়। তৃণমূল কংগ্রেস রাজ্যের মসনদে বসে। এদিন শুভেন্দু অধিকারীর মন্তব্য তবে কার উদ্দেশে? কাকে ঘুরিয়ে 'অকৃতজ্ঞ' বলতে চাইলেন তিনি? বিশ্লেষণে ব্য়স্ত রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন, 'পুজোর জন্য চাহিদা মতো বিদ্যুৎ মজুত রাখা হচ্ছে', আশ্বাস বিদ্যুৎমন্ত্রী শোভনদেবের